অ্যাপশহর

শিশুরা গিনিপিগ হত বিদেশে, ঘনিষ্ঠ মহলে কবুল জুহির বাবার

সোমবার থেকেই জুহির বাবা ‘মেয়েকে বাঁচাতে’ আস্তানা গেড়েছেন রাজ্য বিজেপি দপ্তরে৷

EiSamay.Com 22 Feb 2017, 10:24 am
এই সময় : শিশুবিক্রি চক্রে যুক্ত জলপাইগুড়ির এনজিও -র সূত্রে অভিযুক্ত জুহি চৌধুরীর বাবা রথীন্দ্রনারায়ণ চৌধুরী এই পাচারচক্র সম্পর্কে বহু খবরই রাখেন বলে জানতে পেরেছেন সিআইডির গোয়েন্দারা৷ রথীন্দ্র বিজেপির রাজ্য কমিটির সদস্য৷ সোমবার বিজেপি রাজ্য দপ্তরে বসে দলের কয়েকজন রাজ্যনেতার কাছে সে কথা তিনি স্বীকার করেছেন বলে গোপন সূত্রে খবর এসেছে সিআইডির কাছে৷ তিনি নিজে শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত কি না সিআইডি তা খতিয়ে দেখছে৷ প্রয়োজনে সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে৷ সোমবার থেকেই জুহির বাবা ‘মেয়েকে বাঁচাতে’ আস্তানা গেড়েছেন রাজ্য বিজেপি দপ্তরে৷
EiSamay.Com bjp womens wing leader accused of helping child traffickers with her political connections
শিশুরা গিনিপিগ হত বিদেশে, ঘনিষ্ঠ মহলে কবুল জুহির বাবার


বুধবার সেই খবর পেয়ে সাংবাদিকরা রথীন্দ্রর সঙ্গে দেখা করতে গেলে তিনি আত্মগোপন করেন বিজেপি অফিসের দোতলার একটি ঘরে৷ সাংবাদিকরা সেই ঘরে ঢুকতে গেলে তিনি রীতিমতো চিত্কার -চেঁচামেচি জুড়ে দেন৷ দরজার আড়াল থেকেই তিনি বলেন , সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলবেন না৷ তাঁর মেয়ে পুরোপুরি নির্দোষ৷ কিন্ত্ত রথীন্দ্রর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে না -চাওয়া এবং সাংবাদিকদের সঙ্গে তাঁর ধস্তাধ্বস্তির ঘটনায় অস্বস্তিতে পড়ে যান রাজ্য বিজেপি নেতৃত্ব৷ দলের অন্দরের খবর , রথীন্দ্রকে ভত্র্‌সনা করে পার্টি অফিস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়৷ এরপরই তিনি রাস্তায় নেমে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে৷

নির্দিষ্ট সূত্রের খবর, সোমবার রাতে হাতে গোনা কয়েকজন বিজেপি নেতাকে তিনি জলপাইগুড়ি শিশুপাচার চক্রের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে জানান, তিনি শুনেছেন , জলপাইগুড়ির ওই বেসরকারি হোম থেকে অনেক শিশুই পাচার হয়ে গিয়েছে বিদেশের বিভিন্ন ওষুধ কোম্পানিতে৷ সেখানে এই পাচার হওয়া শিশুদের ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করা হত৷ তার পর শিশুগুলি মরল না বাঁচল , সে খবর কেউ রাখত না৷ ঘনিষ্ঠমহলে উত্তরবঙ্গের প্রবীণ বিজেপি নেতার অকপট স্বীকারোক্তির খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরেও৷ জুহি এবং তাঁর বাবা সম্পর্কে দলের অবস্থান ঠিক কী হবে তা ঠিক করতে মঙ্গলবার দফায় দফায় বৈঠকে বসেন রাজ্য বিজেপির শীর্ষনেতারা৷ রথীন্দ্র অবশ্য কোনও রাখঢাক না -করে সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে তিনি ওই বেসরকারি হোমের টাকাতেই বিমানে দিল্লি গিয়েছিলেন মেয়ের সঙ্গে৷ তাঁর সাফ কথা, ‘কেউ কারও জন্য ফ্রিতে কিছু করে না৷ তাই বিমানের টিকিট ওরাই কেটে দিয়েছিল৷ ’ তিনি কি রাজনৈতিক প্রভাব খাটাতেই দিল্লি গিয়েছিলেন? এই প্রশ্নের কোনও জবাব অবশ্য দিতে চাননি রথীন্দ্র৷ এমনকি, দলের ঘনিষ্ঠ নেতাদের কাছে তিনি কিছু কবুল করেছেন কি না , এই প্রশ্নের জবাবেও নিরুত্তর ছিলেন জুহির বাবা৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল