অ্যাপশহর

বিশ্বাসঘাতক বিনয়ের কড়া শাস্তি চাই, দাবি গুরুংয়ের

বিশ্বাসঘাতক বিনয় তামাং ও অনীত থাপাকে কঠোরতম শাস্তি পেতে হবে। ক্ষোভ উগরে দিলেন বিমল গুরুং।

EiSamay.Com 21 Sep 2017, 9:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বাসঘাতক বিনয় তামাং ও অনীত থাপাকে কঠোরতম শাস্তি পেতে হবে। গোপন ডেরা থেকে ক্ষোভ উগরে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং।
EiSamay.Com bimal gurung wants rebel leader binay tamang and aneet thapa to be punished
বিশ্বাসঘাতক বিনয়ের কড়া শাস্তি চাই, দাবি গুরুংয়ের


নবগঠিত জিটিএ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স আসলে মূল গোর্খাল্যান্ড আন্দোলন থেকে পাহাড়বাসীর মনযোগ বিক্ষিপ্ত করার এক সরকারি কারসাজি। সেই ফাঁদে পা দেবেন না পাহাড়ের মানুষ, যাঁরা গত কয়েক প্রজন্ম যাবত্‍ স্বাধীন রাজ্যের স্বপ্ন দেখছেন। গোপন ডেরায় দেওয়া সাক্ষাত্‍কারে এমনই দাবি বিমল গুরুংয়ের।

জনগণের দাবি নয়, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্যই তৃণমূল সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন মোর্চা থেকে বহিষ্কৃত বিনয় তামাং ও অনীত থাপা। নতুন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের লোভে নিজেদের তাঁরা বিকিয়ে দিয়েছেন। অথচ যে দিন পূর্বতন জিটিএ থেকে মোর্চা নেতারা পদত্যাগ করেছিলেন, তাঁদের সকলের সামনে দাঁড়িয়ে গোর্খাল্যান্ডের দাবিতে ব্যক্তিগত স্বার্থত্যাগের মিথ্যা অঙ্গীকার করেছিলেন বিনয়। জিটিএ আইনের কপি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। তাঁদের আসল রূপ এখন চিনে নিয়েছেন পাহাড়বাসী। এই দুই বিশ্বাসঘাতককে কোনও দিন ক্ষমা করবে না জনতা। স্থানীয় সংবাদমাধ্যমের তোলা ভিডিয়ো ফুটেজে এভাবেই বিষোদ্গার করেন আত্মগোপনকারী মোর্চা সভাপতি।

গুরুংয়ের দাবি, তিনি যখন বিনয় তামাং ও অনীত থাপা সম্পর্কে সচেতন করেছিলেন, সেই সময় তাঁর কথা কেউ বিশ্বাস করেনি। এখন হাড়ে হাড়ে তা টের পাওয়া যাচ্ছে।

ভিডিয়ো সৌজন্য: তিস্তা হেরাল্ড

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল