অ্যাপশহর

বেহাল রাস্তা, ধানচারা পুঁতে বিক্ষোভ জনতার

সেহারা পঞ্চায়েতের উপপ্রধান সনৎ দে বলেন, ‘এটা গ্রামবাসীরা নয়, বিজেপির হাতে গোনা কিছু লোক করেছে। আমরা ইতিমধ্যেই রাস্তা সারানোর জন্য গ্রামের বেশ কিছু জায়গায় ইট ও মোরাম ফেলেছি। সেটা দেখেই বিজেপি আসরে নেমে মিথ্যা বলে জলঘোলা করার চেষ্টা করছে। পাকা রাস্তার জন্য আমরা জেলা পরিষদের কাছে চিঠি দিয়েছি। আলোচনাও শুরু হয়েছে।’

EiSamay.Com 25 Jun 2020, 9:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বেহাল রাস্তা। বর্ষার জলে পরিস্থিতি আরও খারাপ। পঞ্চায়েতের কাছে বহুবার জানিয়েও ফল হয়নি। ফলে বুধবার বেহাল রাস্তায় ধানচারা লাগিয়ে প্রতিবাদ জানালেন সেহারা পঞ্চায়েতের কোনা-কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, শুধু এই গ্রাম নয়, চণ্ডীপুর, খ্যামতা, সেহারা গ্রামের রাস্তার অবস্থাও খুব খারাপ।
EiSamay.Com raod condition
বেহাল রাস্তা


কোনা-কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সুভাষ পাত্র বলেন, ‘উপপ্রধান প্রকাশ্যে কথা দিয়েছিলেন, পঞ্চায়েত এলাকায় কোনও কাঁচা রাস্তা রাখবেন না। এখন পাকা রাস্তা তো দূর, মানুষ চলাচলই করতে পারছে না, রাস্তার এমন পরিস্থিতি। জমির থেকেও রাস্তার অবস্থা খারাপ। তাই ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছি। প্রয়োজনে ট্রাক্টর দিয়ে রাস্তা চষে দেব আমরা।’

সেহারা পঞ্চায়েতের উপপ্রধান সনৎ দে বলেন, ‘এটা গ্রামবাসীরা নয়, বিজেপির হাতে গোনা কিছু লোক করেছে। আমরা ইতিমধ্যেই রাস্তা সারানোর জন্য গ্রামের বেশ কিছু জায়গায় ইট ও মোরাম ফেলেছি। সেটা দেখেই বিজেপি আসরে নেমে মিথ্যা বলে জলঘোলা করার চেষ্টা করছে। পাকা রাস্তার জন্য আমরা জেলা পরিষদের কাছে চিঠি দিয়েছি। আলোচনাও শুরু হয়েছে।’

রেল হকারদের ডেপুটেশন: কাটোয়ার মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিলেন রেল হকাররা। পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের তরফে বুধবার ডেপুটেশন দেওয়া হয়। কাটোয়া স্টেশন থেকে মিছিল করে মহকুমাশাসকের দপ্তরে আসেন হকাররা। রেল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তাঁরা। প্রত্যেক হকারকে ৩৫ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়ার দাবি তোলা হয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল