অ্যাপশহর

জলাশয় বোজানোর প্রতিবাদে আবাসিকরা

এদিন অভিযোগ জানাতে গিয়ে রেনেসাঁ টাউনশিপ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সম্পাদক পরেশচন্দ্র রায় বলেন, ‘একেবারে বেআইনি ভাবে জোর করে কর্তৃপক্ষ টাউনশিপের ভিতরে থাকা বিশাল জলাশয়টি বুজিয়ে দিচ্ছে।

EiSamay.Com 28 Dec 2019, 5:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জলাশয় বোজানোর প্রতিবাদে সরব হলেন নবাবহাট এলাকার একটি টাউনশিপের বাসিন্দারা। শুক্রবার সকালে নির্মীয়মাণ ওই টাউনশিপের ভিতরে পাম্প চালিয়ে জল বের করা হচ্ছিল। তবে ঘটনার কথা জানতে পেরে আবাসিকরা প্রতিবাদ জানাতে গেলে তীব্র উত্তেজনা তৈরি হয়। উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও দুর্ব্যবহার করেন টাউনশিপের কর্মীরা। ফটোগ্রাফারদের ক্যামেরা ফেলে দেওয়া হয় মাটিতে।
EiSamay.Com ৩৩
.


এদিন অভিযোগ জানাতে গিয়ে রেনেসাঁ টাউনশিপ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সম্পাদক পরেশচন্দ্র রায় বলেন, ‘একেবারে বেআইনি ভাবে জোর করে কর্তৃপক্ষ টাউনশিপের ভিতরে থাকা বিশাল জলাশয়টি বুজিয়ে দিচ্ছে। আমাদের কথা শুনছেন না। এদিন সকালে আমরা ঘটনার প্রতিবাদ করতে গেলে আমাদের সঙ্গে তাঁরা দুর্ব্যবহার করেন। সংবাদমাধ্যমকেও ধাক্কাধাক্কি করা হয়। আমরা বিষয়টি নিয়ে জেলাশাসক, বর্ধমান উন্নয়ন সংস্থার কাছে অভিযোগ জানাচ্ছি।’ ওই সমিতির সদস্য সুজিত মালিক বলেন, ‘আবাসন নেওয়ার সময়ে যে ম্যাপ আমাদের দেখানো হয়েছিল, সেখানে এই জলাশয়টি ছিল। হঠাৎ করে সেটা তারা পরিবর্তন করে দিয়েছে। কী ভাবে এটা করা যায়? আমরা প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরাও এর শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে আদালতে যাব। এ ভাবে একটা জলাশয়কে শেষ করে টাউনশিপ কর্তৃপক্ষ সেখানে বিল্ডিং তৈরি করতে পারেন না। বিডিএ এর দায় এড়াতে পারে না। আমরা জেলাশাসকের কাছে বিষয়টি নিয়ে এর আগেও বেশ কয়েকবার দরবার করেছি।’ রেনেসাঁ টাউনশিপের পক্ষে সংস্থার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাস্টার প্ল্যানে যা রয়েছে তার এক চুলও এদিক ওদিক করা হবে না। জলাশয় জলাশয়ের জায়গাতেই থাকবে। কালই আমরা ওখানে গিয়ে আবাসিকদের বিষয়টি বোঝাব।’

বর্ধমান উন্নয়ন সংস্থার সিইও শান্তনু বসু বলেন, ‘এদিনের ঘটনা প্রসঙ্গে আমার কিছু জানা নেই। তবে এ ভাবে জলাশয় বুজিয়ে কিছু করা যাবে না। যে মাস্টার প্ল্যান আমরা শ্রাচী গ্রুপকে দিয়েছিলাম, সেখানেও জলাশয় রেখে করা হয়েছিল। খোঁজ নিয়ে দেখছি। এমন কিছু করার চেষ্টা করা হলে অবশ্যই ওদের ডেকে জানতে চাইব, কেন এমন করা হচ্ছে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল