অ্যাপশহর

বেহাল রাস্তা, মেরামতে হাত লাগালেন গ্রামবাসীরাই

রাস্তার সমস্যা নিয়ে বিধায়কের কাছে গেলেও কাজ হয়নি। তাঁদের ক্ষোভ এলাকার বিধায়ক সুভাষ মণ্ডলের বিরুদ্ধেও।

EiSamay.Com 2 Jul 2020, 10:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রশাসন গুরুত্ব দেয়নি তাই রাস্তা তৈরির কাজে হাত লাগালেন গ্রামবাসীরাই। ভাতারের খুরুল বাসস্ট্যান্ড থেকে লোহারডাঙা, এই কিমি পথ হাঁটার অযোগ্য। বুধবার সকালে সেই রাস্তা তৈরির কাজে হাত লাগান গ্রামে ৬০-৭০ বাসিন্দা। ঢোল পিটিয়ে আদিবাসীদের জড়ো করে ট্র্যাক্টরে স্থানীয় ইটভাটা থেকে ভাঙা ইট এনে রাস্তা মেরামতে হাত লাগান গ্রামবাসী। তাঁদের ক্ষোভ এলাকার বিধায়ক সুভাষ মণ্ডলের বিরুদ্ধেও।
EiSamay.Com poor road condition in bhatar, bardhaman
বেহাল রাস্তা


অভিযোগ, রাস্তার সমস্যা নিয়ে বিধায়কের কাছে গেলেও কাজ হয়নি। আদিবাসী এলাকার মোড়ল সুনীল হেমব্রম বলেন, ‘লকডাউনে আদিবাসীদের রোজগার নেই। এই অবস্থাতেও পাড়ার ছেলেরা চাঁদা তুলে মোরাম, ভাঙা ইটের টুকরো কিনে রাস্তা সারাইয়ের কাজে হাত লাগিয়েছে।’

ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাস্তা তৈরির কথা শুনেছি। কিন্তু আমরা এর মধ্যে এক কিলোমিটার ঢালাই রাস্তা করে দিয়েছি। এখন কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ্যই স্থায়ী সম্পদ তৈরি। তাই আমরা মোরাম দিয়ে রাস্তা করিনি। এক কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির জন্য ৪৫ লাখ টাকা খরচ হয়েছে। আরও এক কিলোমিটার রাস্তার জন্য ই-টেন্ডার প্রসেস হয়েছে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল