অ্যাপশহর

লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

গ্রামবাসীর অভিযোগ, রাস্তার ধারে বালি মজুত করা হয়েছিল। সেই বালিই রাস্তায় গড়িয়ে আসে। উদয় খানের সাইকেলের চাকা বালিতে হড়কে গেলে তিনি রাস্তায় পড়ে যান।

EiSamay.Com 18 Dec 2019, 10:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মাধবডিহি থানার আলমপুরে লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল মঙ্গলবার দুপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উদয় খান (৪৬)। তাঁর বাড়ি নলে গ্রামের রায়পাড়া এলাকায়। পেশায় খেতমজুর উদয় কাজ করে কোনওরকমে সংসার চালাতেন। এদিন তিনি মুথোডাঙা শ্যামসুন্দর রোড ধরে আলমপুরের কাছে সাইকেল নিয়ে আসছিলেন। তখনই সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এদিনই ময়না-তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
EiSamay.Com images (1)
.


গ্রামবাসীর অভিযোগ, রাস্তার ধারে বালি মজুত করা হয়েছিল। সেই বালিই রাস্তায় গড়িয়ে আসে। উদয় খানের সাইকেলের চাকা বালিতে হড়কে গেলে তিনি রাস্তায় পড়ে যান। তখনই পিছনে থাকা সিমেন্ট বোঝাই লরিটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাঁকে ধাক্কা মারে। উদয়ের ছেলে তোতন খান বলেন, ‘বাবা খেতের কাজ করে দুপুরে খাবার খেতে বাড়ি আসছিলেন। আলমপুরের কাছে রাস্তায় পড়ে থাকা বালিতে বাবার সাইকেল হড়কে গিয়ে পড়ে যায়। তখনই সিমেন্ট বোঝাই একটি লরি ধাক্কা মারে। রোজগারের জন্য আমাদের সংসারে বাবা ছাড়া আর কেউ নেই।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরিটি দ্রুত গতিতে আসছিল। রাস্তায় আচমকা সাইকেল আরোহী পড়ে যাওয়ায় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি লরিচালক। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরেই পালিয়ে যান লরিচালক ও খালাসি। লরিটিকে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু হয়েছে। চোলাই উদ্ধার এই সময়, আউশগ্রাম: প্রায় ২০০ লিটার চোলাই মদ তৈরির জাব নষ্ট করল জেলা আবগারি দপ্তর ও আউশগ্রাম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে আউশগ্রামের সরগ্রামে অভিযান চালায় পুলিশ। এ দিন সরগ্রামের বাগদিপাড়া ও ডাঙাপাড়া, এই দুই এলাকায় পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা হানা দেন দু’টি বাড়িতে। আবগারি বিভাগের কাছে আগে থেকেই খবর ছিল, ওই দু’টি বাড়িতে চোলাই মদ তৈরি করা হচ্ছে। সেখান থেকে বিক্রিও হচ্ছে। অভিযানে ৩০ লিটার মদ উদ্ধার করা হয়।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল