অ্যাপশহর

‘নিচু জাতে’র গঞ্জনা, আত্মঘাতী বধূ

বছর আটেক আগে কালনার শ্যামগঞ্জ এলাকার বাসিন্দা পিপাসা বৈদ্যর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের এলাকা তালবোনার যুবক প্রশান্তের। পরে দু’জনের বিয়ে হয়। পিপাসা নিচু জাতের বলে প্রশান্তর মা বিভার এই বিয়েতে আপত্তি ছিল।

EiSamay.Com 23 Jul 2019, 2:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকেই ‘নিচু জাত’ বলে গঞ্জনা দিতেন শাশুড়ি। চলত অত্যাচারও। সোমবার শ্বশুরবাড়িতেই পিপাসা বৈদ্য দেবনাথ (২৫) নামের ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে স্বামী ও শাশুড়ি। ঘটনার পর থেকেই পলাতক পিপাসার স্বামী প্রশান্ত দেবনাথ ও শাশুড়ি বিভা দেবনাথ। মঙ্গলবার দেহটি ময়না-তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে কালনা মহকুমা হাসপাতাল কতৃর্পক্ষ।
EiSamay.Com dead-body


বছর আটেক আগে কালনার শ্যামগঞ্জ এলাকার বাসিন্দা পিপাসা বৈদ্যর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের এলাকা তালবোনার যুবক প্রশান্তের। পরে দু’জনের বিয়ে হয়। পিপাসা নিচু জাতের বলে প্রশান্তর মা বিভার এই বিয়েতে আপত্তি ছিল। মৃত বধূর মা কমলা দেবনাথ বলেন, ‘মেয়েকে শাশুড়ি কথায় কথায় নিচু জাতের বলে খোঁটা দিত। প্রথম প্রথম মেয়ের হাতে কিছু খেত না। পিপাসা শুধু দুই কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকত। সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছিল জামাইয়ের অত্যাচার।’ তিনি আরও জানিয়েছেন, একটি বেসরকারি ব্যাঙ্কে লোনের কিস্তির টাকা বাপের বাড়ি থেকে আনার জন্য পিপাসাকে চাপ দেওয়া হত। তাতে রাজি না হওয়ায় মারধরও করা হত। পিপাসার বাবা বাসুদেব বৈদ্য বলেন, ‘শনিবার মেয়ে এসে বলল, পাঁচ হাজার টাকার জন্য মারধর করছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে ৫ হাজার টাকা দিই। মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের কাছে চলে এসেছিল। মেয়েকে জামাই ফিরিয়ে নিয়ে যায়।’ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল