অ্যাপশহর

টিফিনের টাকা বাঁচিয়ে নতুন পোশাক কিনে দিল ছাত্রীরা

বৃহস্পতিবার মেমারি স্টেশনে ৪০ জনকে পোশাক দেওয়া হয়। সঙ্গে ছিল খাবারের প্যাকেট। ছেলেমেয়েদের এই কাজ দেখে উৎসাহিত অভিভাবকরাও বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

EiSamay.Com 4 Oct 2019, 9:49 am
এই সময় ডিজিটাল ডেস্ক: টিফিন থেকে হাতখরচের টাকা একটু করে বাঁচিয়ে চার বন্ধু পোশাক তুলে দিল দুঃস্থ মানুষদের হাতে। বৃহস্পতিবার মেমারি স্টেশনে ৪০ জনকে পোশাক দেওয়া হয়। সঙ্গে ছিল খাবারের প্যাকেট। ছেলেমেয়েদের এই কাজ দেখে উৎসাহিত অভিভাবকরাও বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
EiSamay.Com durga puja 2019


মেমারি বিদ্যাসাগর ইনস্টিটিউশন (ইউনিট ২)-এর দ্বাদশ শ্রেণীর চার পড়ুয়া। প্রতিবার পুজোয় কমবেশি অনেকগুলি জামাকাপড় হয় তাদের। কিন্তু অভাবী মানুষগুলি কিছু পায় না। পুজোয় অনেকের নতুন পোশাক জোটে না। তাদের মুখেও হাসি ফোটাতে উদ্যোগ নেয় ছাত্র-ছাত্রীরা। সারা বছর ধরে নিজেদের হাতখরচের টাকা একটু করে জমিয়ে প্রায় সাড়ে সাত হাজার টাকা এক জায়গায় করেছিল তারা। সেই টাকা দিয়ে শাড়ি, জামা, গেঞ্জি কিনে মেমারি স্টেশনে বৃহস্পতিবার হাজির হয় ঈশানী দাস, অরুণিমা নন্দী, অর্পিতা কর্মকার ও অয়ন ভট্টাচার্য। এদের সঙ্গে ছিলেন গৃহশিক্ষকরাও। ছিলেন কয়েকজনের অভিভাবকও। জামা-কাপড় ও খাবারের প্যাকেট তুলে দিয়ে ঈশানী বলে, 'আমরা যে আজ কতটা আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারব না। পোশাক পেয়ে ওঁদের আনন্দ দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা পুজোয় নতুন পোশাক পরে ঘুরে বেড়াই। হঠাৎই আমাদের চার বন্ধুর মনে হয়েছিল যদি কিছু করা যায়।' ঈশানীর বাংলার গৃহশিক্ষক অমিত বারিক দুঃস্থ মানুষের জন্য নিয়ে এসেছিলেন খাবারের প্যাকেট। খাবার পেয়ে খুশি সকলে। অর্পিতা বলে, 'আমরা খুব তৃপ্তি পেয়েছি। আগামী বছর আরও বেশি মানুষের হাতে আমরা পোশাক তুলে দেব। একটু কষ্ট করেছি নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে। আনন্দ পেয়েছি তার থেকে অনেক বেশি।'

এই কাজ নজর কেড়েছে সবার। বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক সুদীপ ঘোষ বলেন, 'এই জন্যই কবি বলেছিলেন, এ দেশের বুকে আঠারো আসুক নেমে। ছাত্রসমাজ যদি এগিয়ে আসে তাহলে দেখবেন অনেক সমস্যা, অপরাধ কমে যাবে। যে ভাবে এই ছাত্ররা নিজেদের টিফিনের হাতখরচের টাকা বাঁচিয়ে অভাবী মানুষের হাতে পোশাক তুলে দিয়েছে, তা সাধুবাদ জানানোর মতো। আগামী দিনে ওরা আরও ভালো কিছু করবে, সেই শুভেচ্ছা রইল।' মেমারি শহরের সমাজসেবী স্বপন ঘোষাল বলেন, 'এটা আমাদের কাছে গর্বের। মেমারি শহরের চার ছাত্র-ছাত্রী যা করেছে তা নজির হয়ে থাকবে। শুভেচ্ছা রইল ওদের জন্য।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল