অ্যাপশহর

চিকিৎসা না পেয়ে ফিরে গেলেন ক্যান্সার আক্রান্ত রোগীও

কেমোথেরাপির জন্য বৃহস্পতিবার দিন দেওয়া হয়েছিল জামুড়িয়ার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত সুমিত্রা পাসোয়ানকে। সেই মতো সকাল সকাল ছেলে ও মেয়ের সঙ্গে বর্ধমান মেডিক্যালে চলে এসেছিলেন সুমিত্রা। অসুস্থ শরীর নিয়ে কোনওরকমে হাসপাতালে এসে দেখেন সমস্ত বিভাগ বন্ধ।

EiSamay.Com 14 Jun 2019, 2:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইন্টার্নদের আন্দোলনের জেরে চিকিৎসা পেলেন না ক্যান্সার আক্রান্ত রোগী। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ছেলে চিকিৎসকদের হাতে পায়ে ধরলেও ফিরে তাকাননি কেউ। উল্টে তাঁদের হাসপাতাল থেকে চলে যেতে বলা হয়।
EiSamay.Com D4


কেমোথেরাপির জন্য বৃহস্পতিবার দিন দেওয়া হয়েছিল জামুড়িয়ার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত সুমিত্রা পাসোয়ানকে। সেই মতো সকাল সকাল ছেলে ও মেয়ের সঙ্গে বর্ধমান মেডিক্যালে চলে এসেছিলেন সুমিত্রা। অসুস্থ শরীর নিয়ে কোনওরকমে হাসপাতালে এসে দেখেন সমস্ত বিভাগ বন্ধ। দাঁড়িয়ে থাকার মতো শরীরে জোর নেই। মাকে আউটডোরের মেঝেতেই শুইয়ে দেন ছেলে রনজয় পাসোয়ান। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। সেই সময় একদল জুনিয়র চিকিৎসককে দেখতে পেয়ে তাঁদের কাছে মায়ের কাগজ দেখিয়ে কী করবেন জানতে চাওয়ায় তাঁকে ফিরে যেতে বলা হয়। রনজয় বলেন, ‘লরিতে শ্রমিকের কাজ করে কোনওরকমে আমাদের সংসার চলে। কাজ বন্ধ করে ভোরের ট্রেন ধরে বহু কষ্টে মাকে নিয়ে এসেছিলাম। কিন্তু কেউ দেখলেন না। ডাক্তাবাবুদের হাতে-পায়ে ধরলাম। তাও ফিরিয়ে দিলেন। আবার কবে আসতে হবে সেটাও কেউ জানাচ্ছেন না। আমরা গরিব মানুষ। বার বার কী ভাবে আসব। জানি মা মরে যাবে। কিন্তু বিনা চিকিৎসায় কী ভাবে মাকে মেরে ফেলব বলুন।’

একই অবস্থা মুর্শিদাবাদের নবগ্রাম থেকে আসা দশরথ বাগদিরও। এদিন সকালে গাড়ি ভাড়া করে বর্ধমান মেডিক্যাল কলেজে এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সুভাষ বাগদি। বাঁশ কাটতে গিয়ে পরে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে ফিরে যাওয়ার সময় দশরথ বলেন, ‘বৌয়ের কানের দুল বন্ধক রেখে পাঁচ হাজার টাকা পেয়েছি। তার মধ্যে আড়াই হাজার টাকা গাড়ি ভাড়া করে এসেছি। এখন ফিরে যেতে বলছে। আমরা কোথায় যাব। আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ছেলে ছোট। কী করব জানি না।’ যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়ির চালক শেখ সোহম বলেন, ‘মুর্শিদাবাদ হাসপাতালেও একই অবস্থা। তাই ওঁদের এখানে নিয়ে এলাম। এখানেও চিকিৎসা হল না। কী আর করা যাবে, আমি ৫০০ টাকা ভাড়া কম নেব বলেছি।’ এ ভাবে হাসপাতাল থেকে এদিনও ফিরেছেন বহু রোগী।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল