অ্যাপশহর

Dilip Ghosh News: শো কজ দলের, বিপাকে পড়ে মুখ্যমন্ত্রীকে অশ্লীল মন্তব্যের ব্যাখ্যায় দিলীপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র আলোড়ন পড়ে গিয়েছিল। এবার তাঁর এই মন্তব্যকে 'অসংসদীয়' বলে আখ্যা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বও। শুধু তাই নয়, তাঁর থেকে চাওয়া হয়েছে জবাবও। ঘরে-বাইরে বিতর্কের মুখে জর্জরিত হয়েও দিলীপ ঘোষ নিজের অবস্থানে অনড়। ঠিক কী বললেন এই বিজেপি প্রার্থী? জেনে নিন বিস্তারিত আপডেট

Produced byতুহিনা মণ্ডল | Lipi 27 Mar 2024, 12:14 pm

হাইলাইটস

  • নতুন কেন্দ্রে লড়তে গিয়ে দিলীপ ঘোষের কণ্ঠে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি।
  • তাঁর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছে রাজ্যের শাসক দল।
  • তাঁর থেকে জবাব তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্বও।
Dilip Ghosh: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ কেন? সাফাই দিলীপ ঘোষের
নতুন কেন্দ্রে লড়তে গিয়ে দিলীপ ঘোষের কণ্ঠে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি। তাঁর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছে রাজ্যের শাসক দল। তাঁর থেকে জবাব তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্বও। এবার নিজের সেই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিতে শোনা গেল এই বিজেপি প্রার্থীকে।
দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র অস্বস্তিতে বিজেপি। ইতিমধ্যেই BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শো কজ করেছেন দিলীপ ঘোষকে। পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্য ‘অশোভনীয়’ এবং ‘অসংসদীয়’ বলে লেখা হয়েছে সেই চিঠিতে। পাশাপাশি এই ধরনের মন্তব্যের সমর্থন যে বিজেপি করে না, সেই প্রসঙ্গও উল্লেখ করা হয় শো-কজ চিঠিতে। কেন এই ধরনের মন্তব্য, সেই জবাবও তলব করা হয়েছে।

এদিকে দিলীপ ঘোষ এই বিতর্কে বলেছেন, 'আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে ভণিতা করে, অন্যায় করে, আমি তার সামনে বলি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। তাঁকে নিয়ে মনে কোনও ক্লেশ নেই। তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে। বলেছে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত।'



পালটা ফোঁসও করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ওই দলের এক নেতা আমার দলের এক বিধায়কের বাবাকে নিয়ে কথা বলেছেন। তখন কেন সেই দলের তরফে শো কজ করা হল না! এই নিয়ে আর কিছু বলার নেই।' পাশাপাশি শোকজ চিঠির জবাব দেবেন বলেও জানান দিলীপ। এদিকে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে রীতিমতো সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'বর্ধমান দুর্গাপুরের ভোটাররা ভোট দেওয়ার আগে নিশ্চই বিজেপি প্রার্থীর এই ভাষা মনে রাখবেন। মহিলাদের প্রতি কী ধরনের আচরণ করতে হয় তা তাঁর মা শেখাননি।'

সরব হয়েছেন কুণাল ঘোষও। তিনি বলেন, 'নিজের কেন্দ্র থেকে বিতাড়িত হওয়ার পর দিলীপ ঘোষের মাথার ঠিক নেই। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে তিনি যে ভাষাতে আক্রমণ করেছেন তা নিন্দা জানানোর ভাষা নেই।' সবমিলিয়ে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিতর্কের ঢেউ উঠেছিল। এবার তা নিয়ে তীব্র অস্বস্তির মাঝেই এই প্রার্থীকে শো কজ করল বিজেপি।
লেখকের সম্পর্কে জানুন
তুহিনা মণ্ডল
তুহিনা মণ্ডল ২ বছরেরও বেশি সময় ধরে Ei Samay Digital-এ ডিজিটাল কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করেছেন। তিনি 'খাস খবর' নামে এক পাক্ষিক পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার সময় তিনি বাংলা সংবাদপত্র 'দৈনিক স্টেটসম্যান'-এ রিপোর্টার হিসেবে কাজ করেন। ডিজিটালাইজেশনের যুগে কর্মজীবনকে নতুন দিশা দেওয়ার উদ্দেশে তিনি Ei Samay Digital-এ যোগ দেন। ডিজিটাল মাধ্যমের বিভিন্ন খবর তাঁর নিয়মিত চর্চার মধ্যে পড়ে। পাঠককে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে তিনি সদা সচেষ্ট থাকেন। অবসর সময়ে তিনি বইপত্র পড়া এবং বেড়াতে ভালোবাসেন।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল