অ্যাপশহর

ঐশীর উদাহরণে এখন নতুন মুখেই ভরসা সিপিএমের

​​সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ‘আমরা রাজ্যে বসে ঠিক করেছি, এ বারেও আমরা পুর নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে হারাতে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এক হয়ে লড়াই করব। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট হয়নি। আসন সমঝোতা হয়েছে।

EiSamay.Com 23 Feb 2020, 10:51 am
এই সময়, ডিজিটাল ডেস্ক: বিলম্বিত বোধদয়!
EiSamay.Com ঐশী ঘোষ
ঐশী ঘোষ


প্রতিটি নির্বাচনে ভরাডুবি আর তার পরেই দলের ভিতরে দাবি ওঠে নতুন মুখের। অবশেষে পুরভোটের আগে সেই নতুন মুখের উপরেই ভরসা রাখছে রাজ্য সিপিএম। শুক্রবার বর্ধমানের সংস্কৃতি মঞ্চে দলীয় কর্মী প্রয়াত প্রদীপ তা ও কমল গায়েনের স্মরণসভায় এসে এমনই ইঙ্গিত দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য সুর্যকান্ত মিশ্র। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন মুখে অবশ্যই আমরা ভরসা রাখছি। আপনারা কেউ আগে চিনতেন ঐশী ঘোষ কে? আমি তো অন্তত চিনতাম না। জেএনইউ আন্দোলনের এই মুখ আমাদের রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার মানুষ। যাদবপুর, প্রেসিডেন্সি সর্বত্রই এ ভাবে নতুন মুখ উঠে আসছে। অসংখ্য নতুন ছেলেমেয়ে এগিয়ে আসছেন বামপন্থায় বিশ্বাস রেখে। পুর নির্বাচনেও আমরা তাঁদের উপরেও ভরসা রাখছি বৈকি।’ পুর নির্বাচনে সিপিএম যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেই ভোটে লড়বে, এদিন তাও স্পষ্ট করে দেন সূর্যকান্ত।

সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ‘আমরা রাজ্যে বসে ঠিক করেছি, এ বারেও আমরা পুর নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে হারাতে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এক হয়ে লড়াই করব। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট হয়নি। আসন সমঝোতা হয়েছে। আর এই আসন বণ্টনের বিষয়টি জেলা থেকেই ঠিক করা হবে। কিসের ভিত্তিতে ভাগ হবে, কারা প্রার্থী হবেন, সেটা জেলা থেকেই ঠিক হবে। রাজ্য কোনও সিদ্ধান্ত নেবে না।’ এক সময়ের বাম দুর্গ বর্ধমানে এখন সিপিএম কার্যত ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে কি দল ঘুরে দাঁড়াতে পারবে? পুরভোটে আদৌ কি লড়াইয়ের মাঠে থাকতে পারবে সিপিএম? ‘লড়াই আন্দোলন প্রতিবাদে আমরা ছিলাম বলেই প্রদীপ তা, কমল গায়েনদের প্রাণ দিতে হয়েছে। আমরা জানি, অবস্থাটা আরও বদলেছে। বিজেপি, তৃণমূল দুষ্কৃতীদের নিয়ে আক্রমণ চালাবে। আমরা লড়াইয়ের ময়দানে থাকব।’ বলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী।

গত পুর নির্বাচনে রিগিংয়ের অভিযোগ তুলে বর্ধমানের সিপিএম নেতারা দুপুরের পরেই রণে ভঙ্গ দিয়েছিলেন। সমস্ত কেন্দ্র থেকে তুলে নেওয়া হয়েছিল প্রার্থীদের। এ বার তা হবে না বলেও স্পষ্ট করেছেন সূর্যকান্ত। তাঁর কথায়, ‘আমরা জেলা নেতৃত্বকে বলেছি, এমন প্রার্থীদের বাছুন যাঁরা প্রার্থীপদ প্রত্যাহার করে না নেন। সেটা তাঁরা নিশ্চয়ই দেখবেন। লড়াইয়ের ময়দান থেকে বামপন্থীরা কোনও দিন পালিয়ে যায় না।’ স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে এদিন রাজ্য সম্পাদক বলেন, ‘সামনেই পুরভোট। যে অসম্পূর্ণ কাজ ওঁরা করে যেতে পারেননি, সেই কাজ আমরা যাতে শেষ করতে পারি। এই ৯ বছর ধরে আমরা সেটাই বলে আসছি। এ বার অন্তত চেষ্টা করবেন যেন পরের বারের স্মরণসভায় এসে বলতে না হয়, কমরেড আমরা পারিনি আমাদের ক্ষমা করুন। ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেই এবারের নির্বাচনে বামপন্থীদের জিততেই হবে।’

আরও পড়ুন: সৌদিতে আটক বাঙালি, সাত বছর পর প্রত্যাবর্তন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল