অ্যাপশহর

West Bengal Latest News: প্রায় ১০ ফুট নিচে খালে নেমে মেলে জল! রাজস্থান নয়, ছবি এরাজ্যের

জল সংকটের এই চিত্র বর্ধমান জেলার হারাধনপল্লী এলাকার

Produced byএলিনা দত্ত | Lipi 5 Feb 2023, 10:54 pm
Bardhaman News জলের 'হাহাকার'- জেলার এই এলাকায়। প্রায় ১০ ফুট নিচে খালে নেমে জল তুলছেন বাসিন্দারা,এটা কোনও প্রত্যন্ত গ্রাম বা খনি এলাকার চিত্র ভাবছেন?? না তা নয়। এই চিত্র রাজস্থান বা আফ্রিকারও নয় বরং বাংলার এক রাজ্য বর্ধমান পৌরসভার ২২ নং ওয়ার্ডের হারাধনপল্লী এলাকার।অভিযোগের ঝুলিতে নয়া অভিযোগ পানীয় জল। এই এলাকায় জলকষ্ট তীব্র।
EiSamay.Com drinking water crisis


''এরাজ্যের এটাই দস্তুর কল থাকলেও থাকে না জল আর স্কুল থাকলেও থাকে না শিক্ষক।কাউন্সিলর টাকা দিয়ে টিকিট নিয়েছেন,তাই এলাকায় সমস্যা তিনি কেনও দেখবেন?'' এমন চিত্র সামনে আসতেই অভিযোগ ুলেছেন বিজেপি বর্ধমান জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন কুমার সাউ। পালটা কাউন্সিলার নাড়ুগোপাল ভকতের দাবী, ''জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এলাকায় কাজ চলছে তাই বিভিন্ন সময়ই কাজ করতে গিয়ে জলের পাইপলাইন কাটা পড়ায় এই সমস্যা হচ্ছে। ভাঙা টিউবওয়েলগুলির জন্য পৌরসভাকে জানানো হয়েছে, আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে। বিজেপি'র কথা কোনও উত্তর দেব না। তারা টাকা দিয়ে কাউন্সিলার হবার যে কথা বলছেন সেটা হয়তো তাদের দলেই হয় বলে তারা বলছেন।''

West Bengal Latest News: পানীয় জল পেতে RTI! অবশেষে বাসিন্দার বাড়ি জল পৌঁছল পুরসভা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায় ২০০ টি পরিবার বসবাস করে।কমবেশী প্রায় হাজার খানেক মানুষকে দীর্ঘ তিন মাস ধরে পানীয় জল নিয়ে সমস্যায় পড়েছেন।এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণ-এর কাজ চলছে তার জন্য হোক বা যে কোনও কারণেই এলাকার টাইম কলগুলিতে জল পড়ছে না।এমনকি গত কয়েকদিন ধরে টিউবওয়েলগুলিও খারাপ হয়ে পড়ে আছে। বারংবার স্থানীয় নেতা থেকে কাউন্সিলার ও পৌরসভাকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।তাই বাধ্য হয়ে ১০ ফুট নিচে খালে নেমে পানীয় জল ও গৃহস্থালীর কাজের জন্য জল নিতে হচ্ছে। এক বালতি জল তোলার জন্য তিনজন করে কাজে লাগতে হচ্ছে । এমনকী জল নিতে গিয়ে ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবী জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর