অ্যাপশহর

Murshidabad News: স্কুল ব্যাগে থরে-থরে সাজানো গাঁজা, পুলিশের জালে যুবতী

কাঁধে স্কুল ব্যাগ নিয়ে দিব্য যাচ্ছিল যুবতী। সাধারণভাবে তাঁকে দেখলে সন্দেহজনক কিছু মনে হবে না। কিন্তু পুলিশের নাকা তল্লাশির হতেই পর্দা ফাঁস হয়ে গেল! স্কুল ব্যাগ খুলতেই দেখা গেল, তার ভিতরে থরে থরে সাজানো রয়েছে গাঁজার প্যাকেট। ৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ওই যুবতীকে পাকড়াও করে পুলিশি হেফাজতে নিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ (Samsherganj Police)।

Produced byShukla Bhattacharjee | Lipi 1 Aug 2022, 6:24 pm

হাইলাইটস

  • যুবতীর কাঁধে স্কুল ব্যাগে থরে-থরে সাজানো গাঁজা।
  • সামশেরগঞ্জের পুলিশের হাতে গ্রেফতার যুবতী।
  • উদ্ধার হয়েছে ৫ কেজি গাঁজা।
EiSamay.Com Drugs
স্কুল ব্যাগে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার যুবতী।
কাঁধে স্কুল ব্যাগ। সেটি নিয়ে দিব্য যাচ্ছিল যুবতি। সাধারণত তাঁকে দেখলে সন্দেহজনক কিছু মনে হবে না। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের নাকা তল্লাশির মুখে পড়তেই সমস্ত পর্দা ফাঁস হয়ে গেল! স্কুল ব্যাগ খুলতেই দেখা গেল, তার ভিতরে অন্য কিছু নয়, কেবল থরে থরে সাজানো রয়েছে গাঁজার প্যাকেট। এমনটাই দাবি সামশেরগঞ্জ পুলিশের। ওই যুবতীকে গ্রেফতারও করেছে পুলিশ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার (Samsherganj Police) বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন চাঁদপুর এলাকা থেকে রবিবার সন্ধ্যায় ওই যুবতীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।
Purba Bardhaman: পাচারের আগে বর্ধমান থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত ২
পুলিশ জানায়, ধৃত ওই যুবতীর নাম লিপিকা দেবনাথ। বয়স আনুমানিক ২৭ বছর। আলিপুরদুয়ারের (Alipurduar) শামুকতলা থানা এলাকার বাসিন্দা লিপিকা। ট্রেনে করে ওই যুবতী পাকুর স্টেশনে নামে এবং সেখান থেকে সামসেরগঞ্জের দিকে যাচ্ছিল। লিপিকার ব্যাগের ভিতর থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সোমবারই লিপিকা দেবনাথকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

'পুষ্পা'র কায়দায় পাচার, ছক ভেস্তে দিয়ে ৮ লাখ টাকার গাঁজা উদ্ধার STF-এর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আলিপুরদুয়ার (Alipurduar) থেকে স্কুল ব্যাগে গাঁজা নিয়ে ট্রেনে চেপে পাকুর স্টেশনে নামে লিপিকা দেবনাথ নামে ওই যুবতী। পাকুড় স্টেশন থেকে সে টোটোতে চেপে সামসেরগঞ্জের (Samsherganj) নতুন ডাকবাংলা আসছিল। সেখান থেকে বহরমপুর (Berhampore) যাওয়ার কথা ছিল ওই যুবতীর। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই বাংলা-ঝাড়খন্ড সীমান্ত এলাকায় সামশেরগঞ্জ পুলিশের নাকা চেকিংয়ের মুখে পড়ে লিপিকা। সন্দেহবশত পুলিশ তার ব্যাগেও তল্লাশি চালায়। আর ব্যাগ খুলতেই পুুলিশের চক্ষু চড়কগাছ! যুবতীর পিঠে নেওয়া স্কুল ব্যাগে থরে -থরে সাজানো রয়েছে গাঁজা। এরপরই ওই গাঁজা সমেত যুবতীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

Murshidabad News: পাচার চক্রের পর্দা ফাঁস! প্রায় ১ লাখ টাকার জালনোট সহ ধৃত ২
সামশেরগঞ্জ পুলিশ সূত্রে খবর, লিপিকার পিঠের ব্যাগের ভিতর থেরে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঠিক কোথা থেকে গাঁজাগুলি নিয়ে আসছিল এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এদিন যুবতীকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সামশেরগঞ্জ থানার পুলিশ। সেই আবেদন মেনে বিচারক ওই যুবতীকে ৩ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন।

Murshidabad School: প্রধান শিক্ষক না আসা পর্যন্ত বন্ধ থাকে গেট, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
প্রসঙ্গত, পুলিশের চোখে ধুলো দিতে ইদানিংকালে অভিনব কায়দায় গাঁজা পাচারে নেমেছে মাদক ব্যবসায়ীরা। সম্প্রতি বর্ধমানে 'পুষ্পা' সিনেমার কায়দায় ট্রাকে করে গাঁজা পাচার করতে গিয়ে বর্ধমান শহর থেকে গ্রেফতার হয়েছে ২ জন। আবার হুগলি জেলার এক সংশোধনাগারে বসে মাদক পাচারের ছক হাতেনাতে ধরে পুলিশ।
লেখকের সম্পর্কে জানুন
Shukla Bhattacharjee

পরের খবর