অ্যাপশহর

Sagardighi By Election: অপসারিত সাগরদিঘির ওসি, উপনির্বাচনের ৩ দিন আগে নির্দেশ নির্বাচন কমিশনের

উপনির্বাচনের আগে সাগরদিঘির ওসিকে সরাল নির্বাচন কমিশন।

Produced byএলিনা দত্ত | Lipi 24 Feb 2023, 8:25 pm
West Bengal Local News: সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi By Election) আগে চাঞ্চল্য। উপনির্বাচনের তিন দিন আগেই অপসারিত সাগরদিঘির ওসি। শুক্রবার সন্ধ্যাবেলায় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সাগরদিঘির ওসি অভিজিৎ সরকার (Abhijt Sarkar) নির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। তার জায়গায় জেলা থেকে অন্য ওসি নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
EiSamay.Com Abhijit Sarkar sagardighi ex oc


নির্বাচনের তিনদিন আগেই বদলি করা হল সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত অউলিস অফিসারকে। নির্বাচন কমিশনের নির্দেশিকা সাগরদিঘির ওসি অভিজিৎ সরকার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। সেইসঙ্গে কমিশন আরও বলেছে, শুক্রবার রাত ৯টার মধ্যে অন্য কোনও অফিসারকে সাগরদিঘির ওসি হিসেবে নিয়োগ করতে হবে। পরবর্তী ওসি হিসাবে যিনি আসবেন তাঁকে জেলার অন্য থানা থেকে নিয়ে আসতে হবে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কোনও থানা থেকে কোনও অফিসারকে সাগরদিঘির ওসি করে পাঠানো যাবে না। তাও স্পষ্ট করে দিয়েছে কমিশন।

West Bengal Panchayat Election 2023 : ব্যালট বক্সের কারচুপি রুখতে থাকছে QR কোড, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের
সাগরদিঘির ওসির বিরুদ্ধে বাম, কংগ্রেস একাধিক অভিযোগ এনেছিল। তাদের বক্তব্য, এই পুলিশ অফিসার শাসকদলের ক্যাডারের ভূমিকা পালন করছিলেন। কংগ্রেস কর্মী সাইদুর রহমানের গ্রেফতারি, পরে হাইকোর্ট থেকে তাঁর জামিনের পর পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল । সেই পয়েন্টটিকেই তুলে ধরে হাত শিবির। পর্যবেক্ষকদের অনেকের মতে, সেসব কারণেই হয়তো এই পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গত শুক্রবার সাগরদঘির যুব কংগ্রেস সভাপতিকে গ্রেফতার করেছিলেন ওসি। প্রতিবাদে নির্বাচন কমিশনে চিঠি পাঠান অধীর চৌধুরী। সেই চিঠির পরেই এই পদক্ষেপ নির্বাচন কমিশনের।

Sagardighi By Election : সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মিথ্যে অভিযোগ দাবি দলের

মন্ত্রী সুব্রত সাহার (Subrata Saha) আকস্মিক মৃত্যুতে শূন্য হয়ে যায় মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের আসন। সেই আসনেই আগামী ২৭ ফেব্রুয়ারি হবে সাগরদিঘি কেন্দ্রে হবে উপনির্বাচন। ভোট গণনা হবে ২ মার্চ।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর