অ্যাপশহর

Jitendra Tiwari: কম্বলকাণ্ডে রক্ষাকবচের রায়কে হাতিয়ার, জিতেন্দ্রর জামিনের আবেদন

মঙ্গলবার আসাানসোল সিজেএম আদালতে বিচারক তরুণ কুমার মন্ডলের এজলাসে হয় শুনানি।

Produced byএলিনা দত্ত | Lipi 22 Mar 2023, 11:43 pm
West Bengal Local News: জিতেন্দ্র তিওয়ারির জামিনের মামলায় নয়া মোড়। কম্বল কম্বল কাণ্ডে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন জামিনের শুনানিতে নিয়োগ মামলায় জিতেন্দ্র দুই সঙ্গী গৌরব গুপ্ত এবং তেজপ্রতাপ সিংকে ১৪ দিনের জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছে। সেই রায়কেই হাতিয়ার করে আসানসোল সিজিএম আদালতে জামিনের জন্য আবেদন করলেন জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী শেখর কুন্ডু। সঙ্গে ছিলেন বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী অভিজিৎ ঘটক। মঙ্গলবার আসানসোল সিজিএম আদালতের বিচারক তরুণ কুমার মন্ডলের এজলাসে জামিনের জন্য আবেদন করা হয়।
EiSamay.Com jitendra tiwari
জিতেন্দ্র তিওয়ারি


শেখর কুন্ডু জানান, ''গত ২০ মার্চ, সুপ্রিম কোর্টে জিতেন্দ্র তিওয়ারি সহ তার দুই সঙ্গীর অন্তর্বর্তীকালীন জামিনের জন্য যে আবেদন করেছিলেন তার শুনানি ছিল। কিন্তু, তার আগেই তাকে টেনে হিঁচড়ে দেশদ্রোহীর মত গ্রেফতার করে রাজ্য পুলিশ। রাজ্য সরকার জানতো ২০ মার্চ শুনানিতে জিতেন্দ্র তেওয়ারি জামিন পেয়ে যাবেন। আর সেই কারণেই অতি সক্রিয় হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। যেহেতু জিতেন্দ্র তেওয়ারি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তাই তার বিষয়টি সুপ্রিম কোর্টের শুনানি হয়নি। কিন্তু তার দুই সঙ্গীকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে, সেই কারণেই আমরা জামিনের জন্য আবেদন জানিয়েছি সিজিএম আদালতে।''

Jitendra Tiwari Arrest : জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

অন্যদিকে সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, ''আমরা আগামীকাল সময় নিয়েছি এই জামিনের আবেদনের লিখিত আপত্তি জানানোর। সেটা আগামীকাল আমরা আদালতে পেশ করব।'' এই বিষয়ক শুনানি আগামী বৃহস্পতিবার হবে।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলের (Asansol) রামকৃষ্ণ ডাঙাল এলাকায় শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা জিতেনপত্নী চৈতালি তিওয়ারি। সেই অনুষ্ঠানে তিন জনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। আহত হন অনেকে। কেস দায়ের হয় আসানসোল উত্তর থানায়।

Dilip Ghosh: 'KK-র মৃত্যুতে কেউ কি গ্রেফতার হয়েছে?' প্রশ্ন তুলে তোপ দিলীপ ঘোষের

এই কেসেই শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর