অ্যাপশহর

ছবির নায়কের হেলমেট কই, কেন্দ্রকে চিঠি শিক্ষকের

ক’দিন আগেই ‘ওয়ান’ নামে একটি বাংলা ছবি দেখে এসেছেন আসানসোলের এই শিক্ষক৷

EiSamay.Com 4 May 2017, 9:45 am
বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
EiSamay.Com
ছবির নায়কের হেলমেট কই, কেন্দ্রকে চিঠি শিক্ষকের


তামাক, মাদকের ক্ষেত্রে যদি হয় তবে হেলমেটহীন বাইক চালানোর ক্ষেত্রে হবে না কেন? ভারতীয় সিনেমা একটির বিপদ বুঝলেও বিন্দুমাত্র সচেতন নয় অপরটি নিয়ে৷ পর্দা উঠলেই তামাক-মাদক নিয়ে বিধিসম্মত সতর্কীকরণ চলতে থাকে, অথচ দুর্ঘটনা নিয়ে সচেতনতার চিহ্নমাত্রও দেখা যায় না সিনেমাজুড়ে!

কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ মর্মেই এক রাশ অভিযোগ জানিয়ে ই-মেল পাঠালেন আসানসোলের শিক্ষক তথা সমাজকর্মী চন্দ্রশেখর কুণ্ডু৷ চিঠিতে সেন্সর বোর্ডের হস্তক্ষেপ চেয়েছেন তিনি৷ ভারতীয় সিনেমার কোনও দৃশ্যে হেলমেটহীন আরোহী দেখা গেলেই তা কেটে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷ চন্দ্রশেখরের বক্তব্য, ‘পথ দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ৪০০ জনের মৃত্যু হয় এ দেশে৷ এই প্রবণতা ঠেকাতে হলে সচেতনতা প্রয়োজন সর্বস্তরে৷ দেশের যুব সম্প্রদায় জীবনের বহু ক্ষেত্রে আজও রূপোলি পর্দার নায়ক-নায়িকাদের অনুসরণ করে৷ হেলমেট ব্যবহারের বার্তাও যদি সেখান থেকে মেলে, তবে আরও সচেতন হবে বর্তমান প্রজন্ম৷’

হঠাত্ এই পদক্ষেপ কেন? ক’দিন আগেই ‘ওয়ান’ নামে একটি বাংলা ছবি দেখে এসেছেন আসানসোলের এই শিক্ষক৷ তাতেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন উঠতি নায়ক যশ দাশগুন্ত৷ সিনেমার বিভিন্ন দৃশ্যে খালি মাথায় বাইক ছোটাতে দেখা গিয়েছে তাঁকে৷ এতেই বিরক্ত চন্দ্রশেখর৷ সমাজকর্মী হিসেবে এলাকায় এমনিই পরিচয় রয়েছে তাঁর৷ রেস্তোরাঁ, হোটেল, অনুষ্ঠান বাড়ির উদ্বৃত্ত খাবার সহকর্মীদের সঙ্গে পথশিশুদের মধ্যে বিলিয়ে দেওয়ার কাজে যুক্ত আছেন চন্দ্রশেখর৷ পথযাত্রীদের রক্ষা করতেও পথে নামলেন এবার৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নায়ডুর উদ্দেশে পাঠানো ই-মেলে চন্দ্রশেখর লিখেছেন-

‘বেপরোয়া ড্রাইভিং, হেলমেট না পরে বাইক চালানো, গাড়ি চলাকালীন সিট বেল্ট না বাঁধা- মূলত ইত্যাদি নানা কারণেই দেশজুড়ে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে লাফিয়ে৷ একই সঙ্গে বিভিন্ন বড় বাজেটের সিনেমায় আমরা দেখছি, হিরো-হিরোইন দ্রুত গতিতে বাইক ছোটাচ্ছেন হেলমেট ছাড়াই৷ গাড়ি চালাচ্ছেন সিট বেল্ট না বেঁধেই৷ রূপোলি পর্দার এ সমস্ত দৃশ্যই যুব সমাজকে হেলমেট ছাড়া, সিট বেল্ট ছাড়া গাড়ি চালাতে উত্সাহ দিচ্ছে৷ এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে৷ ক’দিন আগেই ‘ওয়ান’ বলে একটি বাংলা ছবি দেখলাম আমি (যার টিকিটের স্ক্যান্ড কপিও পাঠালাম)৷ তাতেই যশ দাশগুন্ত নামে এক অভিনেতা এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন৷ সিনেমাজুড়ে হেলমেট ছাড়াই বাইক চালিয়ে গেলেন তিনি! এ ধরনের দৃশ্যই ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে সমাজে৷ বিনোদনের থেকে জীবনের মূল্য অনেক বেশি৷ তার জন্যই আমার আবেদন, হয় দেশের সেন্সর আইন কঠোর করা হোক, যাতে এ ধরনের দৃশ্য কখনও ছাড়পত্র না পায়, নচেত্ তামাক বা মাদকের মতোই সিনেমা শুরুর আগে হেলমেট নিয়েও বিধিসম্মত সতর্কীকরণ বার্তা থাকুক পর্দায়৷’

চন্দ্রশেখর কুণ্ডুর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিদ্বজনেরা৷ তবে এ প্রসঙ্গে ওয়ান সিনেমরা পরিচালক বিরসা দাশগুন্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি৷
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল