অ্যাপশহর

আজ তেহট্ট হাইস্কুল খোলার নির্দেশ হস্তক্ষেপ রাজ্য সংখ্যালঘু কমিশনের

আজ, বুধবার থেকে তেহট্ট হাইস্কুল খুলতে হবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) নজরুল হক সিপাই৷

EiSamay.Com 15 Feb 2017, 1:32 pm
এই সময়: আজ, বুধবার থেকে তেহট্ট হাইস্কুল খুলতে হবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) নজরুল হক সিপাই৷ তিনি এ দিন বিদ্যালয়ের ভারপ্রান্ত প্রধান শিক্ষককে ডেকেও পাঠিয়েছিলেন৷ তবে আজ স্কুল খুলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে৷ স্কুল পরিচালন সমিতির সভাপতি নীহারকান্তি ভুঁইয়া বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কোনও খবর নেই৷’ একই কথা শুনিয়েছেন জেলাশাসক চৈতালি চক্রবর্তীও৷ তবে প্রধান শিক্ষকের সঙ্গে রাত পর্যন্ত যোগাযোগ করা যায়নি৷ এ দিকে ‘এই সময়’ সংবাদপত্রে তেহট্ট স্কুলের অচলাবস্থার খবর দেখে নড়েচড়ে বসেছে রাজ্য সংখ্যালঘু কমিশন৷ কমিশনের পক্ষ থেকে হাওড়ার জেলাশাসক, পুলিশ সুপার ও জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক শিক্ষা) চিঠি পাঠিয়ে কমিশন বলেছে, স্কুলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কী পদক্ষেপ করা হয়েছে, তাও ১৬
EiSamay.Com an order to reopen tehatte school today
আজ তেহট্ট হাইস্কুল খোলার নির্দেশ হস্তক্ষেপ রাজ্য সংখ্যালঘু কমিশনের


ফেব্রুয়ারির মধ্যে লিখিত ভাবে জানাতে হবে৷ কমিশন ওই চিঠিতে প্রশ্ন তুলেছে, কেন ডিআই এত দিন ধরে হাত গুটিয়ে বসে রয়েছে৷বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্থানীয় ছেলেদের সঙ্গে নিয়ে স্কুলের মধ্যে ‘বিশ্ব নবি দিবস’ পালন করার কথা ১৬ ডিসেম্বরের চিঠিতে উল্লেখ করেছিলেন বিদ্যালয় পরিদর্শক৷ স্কুল পরিদর্শকের এই চিঠিতে তেহট্ট হাইস্কুল বন্ধ করে দেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে তাদের নোটে ব্যাখ্যা করেছে কমিশন৷ ১ ফেব্রুয়ারি সরস্বতী পুজো ছিল, তখনই একটি চিঠি দিয়ে স্কুল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার যে নির্দেশ স্কুল পরির্শক দিয়েছিলেন, সে কথাও নোটে উল্লেখ করা হয়েছে৷ স্থানীয় প্রশাসন, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করে নেওয়া উচিত ছিল বলেও মনে করে কমিশন৷ ভারপ্রান্ত প্রধান শিক্ষককে দায়ী করে বলা হয়েছে, তাঁর জন্যই স্কুলের ১৭০০ ছাত্রছাত্রীকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে হচ্ছে৷ সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার আগে যাতে স্কুলের স্বাভাবিক অবস্থা ফিরতে পারে, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কমিশন৷

রথ কমিটি ও স্থানীয় ভুঁইয়াদের জমিতে অবস্থিত তেহট্ট হাইস্কুলে কয়েকজন ছাত্রকে সামনে রেখে বিশ্ব নবি দিবস পালন করতে চায় একদল বহিরাগত৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্পল মল্লিক এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেন স্কুল পরিচালন সমিতির উপরে৷ সেখানে এই উত্সবের অনুমতি দেওয়া হয়নি৷ কিন্ত্ত তারপরেও বহিরাগতরা জোর করে স্কুলের মধ্যে মঞ্চ বাঁধলে, নিরাপত্তার কারণে স্কুল বন্ধ করে হচ্ছে বলে উলুবেড়িয়ার মহকুমার শাসককে তিঠি দেন ভারপ্রান্ত প্রধান শিক্ষক৷ প্রথম দফায় সাত দিন বিদ্যালয় বন্ধ থাকার পর ২০ ডিসেম্বর মহকুমা শাসকের দপ্তরে বিদ্যালয় খোলার ব্যাপারে আলোচনা হয়৷ এর পর একটানা তেইশ দিন বিদ্যালয় খোলা থাকার পর, ফের সেই একই দাবি ওঠায় দ্বিতীয় দফায় আবার তেরো দিন বিদ্যালয় বন্ধ থাকে৷

নবিদিবস পালন করতে না দিলে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না বলে বহিরাগতরা কার্যত জোর করেই ফের স্কুল বন্ধ করে দেয়৷ স্কুল খোলার দাবিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করলে সেখানে পুলিশ লাঠি চার্জ করে৷ স্কুলে সরস্বতী পুজোও করতে দেয়নি প্রশাসন৷ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের বিজ্ঞন্তি জারি করেন বিদ্যালয় পরিদর্শক৷ তত্কালীন বিদ্যালয় পরিদর্শক তাপস বিশ্বাস বদলি হয়ে যান৷ তাঁর জায়গায় বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব নেন নজরুল হক সিপাই৷ তিনি বলেন, ‘বুধবার থেকে বিদ্যালয়ে পঠনপাঠন শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই মতো মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রান্ত প্রধান শিক্ষককে ডেকে পাঠানো হয়৷’ বিদ্যালয় বন্ধ থাকায় সোমবার ওই স্কুলের ১৩৮ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে পাশের তেহট্ট আপার প্রাইমারি স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল