অ্যাপশহর

Child Helpline Number: মসিহা নাকি খলনায়ক? নিখোঁজ ২ নাবালিকা উদ্ধারে 'আঙ্কেল'-এর খোঁজ পুলিশের

ধুবুরি থেকে নিঁখোজ দুই নাবালিকা উদ্ধার আলিপুরদুয়ারে। নিখোঁজের কারণ নিয়ে ঘনীভূত রহস্য।

Produced byএলিনা দত্ত | Lipi 14 Feb 2023, 9:26 am
West Bengal Local News: ধুবুরি থেকে নিখোঁজ দুই নাবালিকার সন্ধান মিলল আলিপুরদুয়ারে। টিউশন থেকে বাড়ি ফেরার বদলে উধাও হয়ে গিয়েছিলেন দুই নাবালিকা। ধুবুরি থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন বাদে ৮৭.৫ কিমি দূরে আলিপুরদুয়ার কী করে পৌঁছলেন দুই পড়ুয়া তা নিয়ে তদন্ত করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে কোচবিহারের এক আঙ্কলের নাম। নাবালিকাদের দাবি, ওই ব্যক্তি তাদের আশ্রয় দিয়েছিল। নাবালিকাদের ঘর ছড়ার পিছনে কারও প্ররোচনা আছে কিনা তা খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে আশ্রয়দাতা আঙ্কেলেরও সন্ধান চালাচ্ছে পুলিশ।
EiSamay.Com missing minor
সৌজন্যে: Pixabay


৭ ফেব্রুয়ারি বিকেল থেকে নিখোঁজ ছিল দুই নাবালিকা। ধুবরির বাসিন্দা দুই কিশোরীর বাড়ি থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়। এরপরই তাদের কাছে আলিপুরদুয়ার পুলিশ স্টেশন থেকে ফোন করে জানানো হয় তাদের মেয়ের খোঁজ মিলেছে। জানা গিয়েছে, নিউ আলিপুরদুয়ার স্টেশন চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন দুই নাবালিকা। পেট্রলিংয়ের সময়ে পুলিশকর্মীদের নজর পড়ে তাদের দিকে। প্রশ্ন করতেই মেলে অসংলগ্ন উত্তর। কিন্তু নাম,পরিচয় জানাতে না চাইলে বেগ পেতে হয় পুলিশকে।অবশেষে অভিভাবকদের ফোন নম্বর দিলে পরিবারের লোকজনকে আলিপুরদুয়ার থানায় ডাকা হয়। পরে দুই নাবালিকার পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের একাংশ থানায় এসে হাজির হন। আলিপুরদুয়ার থানার আই সি অনিন্দ্য ভট্টাচার্য বলেন, দুই নাবালিকা উদ্ধারের পর চাইল্ড লাইনের মাধ্যমে সি ডাবলিও সির হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন থানায় পরিবারের লোকজনও এসেছিলেন।

Child Marriage In Assam : বাল্যবিবাহ আটকাতে কড়া অসম, নজর এড়াতে হাসপাতাল এড়াচ্ছে নাবালিকা অন্তঃসত্ত্বারা

কী কারণে ঘর ছেড়েছিল দুই নাবালিকা?



ধুবুরি থেকে সাত তারিখ কেন ঘর ছেড়ে পালিয়েছিলেন দুই নাবালিকা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারও প্ররোচনায় ঘর ছেড়েছে কিনা তা স্পষ্ট নয়? এই বিষয়ে পুলিশ এবং চাইল্ড লাইনের কাছেও মুখ খোলেনি দুই নাবালিকা। বাড়ির লোকের সামনেও নিশ্চুপ। নাবালিকাদের স্কুল ব্যাগ থেকে গীতা ও রাধাগোবিন্দের ছবিও পাওয়া গিয়েছে। লাগাতার প্রশ্নের মুখে একবার নাবালিকারা দাবি করে মাধ্যমিক পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কায় তারা ঘর ছাড়ে কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা বলা হলে এ যুক্তি তারা মানতে নারাজ।

Cheated In Love: লাল-নীল সংসারের স্বপ্নে ভেসে প্রেমিকের ডাকে সাড়া, নাবালিকা প্রেমিকা পৌঁছলেন নরকের অন্ধ কূপে

কী ভাবে খোঁজ মিলল নাবালিকাদের?



পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পেট্রলিং করার সময় নিউ আলিপুরদুয়ার এলাকায় দুই নাবালিকাকে সন্দেহ জনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের গাড়ি দেখে পরিত্যক্ত কোয়ার্টারের দিকে ছুটছিল তারা। তারপরেই পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কথাবার্তা অসংলগ্ন থাকায় পুলিশের সন্দেহ হতেই তাদের আটক করে পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করতেই নিখোঁজের অভিযোগ সামনে আসে। খবর পেয়ে এদিন অবশ্য ধুবরির পুলিশ, চাইল্ড লাইনের কর্মীরাও আলিপুরদুয়ার থানায় উপস্থিত হয়।

Alipurduar News : টমেটোর আড়ালে গাড়িতে যাচ্ছিল বেআইনি সামগ্রী! ট্রাকের ডালা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের


পাচার যোগের তত্ত্ব



নাবালিকা উদ্ধারের ঘটনায় বারংবার নাম আসছে কোচবিহারের এক আঙ্কেলের। ধুবরি থেকে কোচবিহার কার সঙ্গে কিভাবে পৌঁছাল? কোচবিহারে কয়েকদিন তারা কার আশ্রয়ে ছিল? এমনকি আলিপুরদুয়ারে কার সঙ্গে এসে পৌছাল সেই নিয়ে বেশ কিছু তথ্য অসম্পূর্ণ। নাবালিকাদের দাবি অনুযায়ী, ধুবুরি থেকে ট্রেনে করে কোচবিহারে পৌঁছায়। সেখানে কয়েকদিন এক আঙ্কেলের কাজে থাকার পর টোটো করে কোচবিহার স্টেশন আর তারপরেই নিউ আলিপুরদুয়ার স্টেশন। তবে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে অন্য কোথাও যাওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকে দুই নাবালিকা। কিন্তু ধুবরি থেকে বিকাল নাগাদ তেমন ট্রেন নেই বলে অভিভাবকরা জানান। পড়ুয়ারা কিভাবে কোচবিহার পৌঁছাল তা স্পষ্ট নয়। এখন প্রশ্ন উঠছে কে ওই আঙ্কেল? অন্য রাজ্যের নাবালিকাদের সঙ্গে কি যোগসূত্র তাঁর? ফলে পাচার নাকি প্রেমের ফাঁদে পা দিয়ে ঘর ছাড়ার বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রসঙ্গত, শনিবার রাতে নিউ আলিপুরদুয়ার স্টেশনে পুলিশ যখন নাবালিকাদের পায় তখন তাদের হাতে প্ল্যাটফর্মের টিকিট ছিল। ফলে তারা কারও খপ্পরে পরেছিল বলেই আশঙ্কা পুলিশের। নিউ আলিপুরদুয়ার থেকে দূরপাল্লার ট্রেন ধরে অন্য কোথাও পালিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল বলেই মনে করা হচ্ছে ।

Child Marriage : 'বাল্যবিবাহের সঙ্গে আপোস নয়', অসমে উত্তাল পরিস্থিতির মাঝেই কড়া বার্তা হিমন্তের

কে কোচবিহারের আঙ্কেল?


এই প্রথম নয়, এর আগেও নিখোঁজ নাবালিকাদের উদ্ধারের পর তাদের মুখে কোচবিহারের এক আঙ্কেলের কথা শোনা গিয়েছে। নাবালিকাদের অভিভাবকদের কাছে না পাঠিয়ে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করায় পাচার কিনা প্রশ্ন উঠেছে। কিশোরীরা সাহায্যকারী সেই আঙ্কেলের কোনও পরিচয় জানাতে পারেনি। আদতে সেই আঙ্কেল ত্রাতা না পাচারকারী সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল