অ্যাপশহর

Alipurduar News : বর্ষবরণের আগেই বিপুল আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে ১, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

পুলিশের জালে এক আগ্নেয়াস্ত্র পাচারকারী। আলিপুরদুয়ারের সোনারপুর এলাকার ঘটনা। গ্রেফতার ১ ব্যক্তি।

হাইলাইটস

  • বর্ষবরণের আগে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ 1 ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।
  • ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের সোনারপুর এলাকায়।
  • কি কারণে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
EiSamay.Com Alipurduar News
অভিযান চালিয়ে আলিপুরদুয়ারের সোনারপুর থেকে আগ্নেয়াস্ত্র
পুলিশের জালে এক আগ্নেয়াস্ত্র পাচারকারী। আলিপুরদুয়ারের (Alipurduar) সোনারপুর এলাকার ঘটনা। ধৃতের কাছ থেকে দেশি বন্দুক ও কার্তুজ উদ্ধার। বর্ষবরণের আগে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের সোনারপুর এলাকায়। কি কারণে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন ধরে আলিপুরদুয়ার পুলিশ (Alipurduar Police) এলাকায় আগ্নেয়াস্ত্র পাচারের রমকমা বৃদ্ধি পায়। এরপর পাচার রুখতে এলাকায় নাকা চেকিংয়ের সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। সেই মতো শুক্রবার রাতে নাকা চেকিংয়ের সময় সোনারপুর (Sonarpur) এলাকা থেকে নবকান্ত অধিকারি নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে আলিপুরদুয়ারের আইসি (IC) এবং এসআই (SI) দেবর্ষি রঞ্জন দেব-এর নেতৃত্বে পুলিশ টহল চলছিল। এই সময় বিশেষ সূত্র মারফৎ আগ্নেয়াস্ত্র পাচারের খবর আসে। সেই সময় অভিযান চালিয়ে অগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার।
Alipurduar Pathshala : আলিপুরদুয়ারে 'টোল' থাকলেও পড়ুয়ার দেখা নেই, সংস্কৃত ভাষাচর্চার অন্যতম ক্ষেত্রই অস্তিত্ব সংকটে
রঘুবংশী আরও বলেন যে, ধৃত ব্যক্তির বাড়ি কোচবিহারের চিলকির হাট এলাকায়। তার কাছ থেকে দু’টি দেশি পিস্তল এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। গাড়িতে করে কোচবিহার (Cooch Behar) থেকে শিলিগুড়ি (Siliguri) উদ্দেশে অস্ত্রগুলি নিয়ে যাচ্ছিল ধৃত ব্যক্তি। অস্ত্রপাচারে ব্যবহৃত গাড়িটিকেও আটক করা হয়েছে বলে জানান তিনি। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়া পর কী কারণে এবং কোথায় অস্ত্রগুলি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে, বাইরে থেকে এই অস্ত্রগুলি পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। কয়েক মাস আগে জেলা পুলিশ সুপারের নাম করে টাকা তোলার অভিযোগে আলিপুরদুয়ারে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগির বাড়ি থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠছিল।

Alipurduar News : ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, উত্তেজনা আলিপুরদুয়ারে
অসমগামী বিভিন্ন ব্রয়লার মুরগির গাড়িগুলি থেকে প্রতিমাসে ১০,০০০ টাকা করে তোলা আদায় করত সে। কিছু গাড়ি থেকে এর থেকেও বেশি পরিমাণ টাকা বেআইনিভাবে নিয়েছিল অভিযুক্ত। বছর ঘুরতেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। গত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যের একাধিক স্থান থেকে বেআইনি অস্ত্র পাচারের অভিযোগ আছে। পাচারের সময় বেশ কয়েকজনকে হাতেনাতে গ্রেফতাও করা হয়েছিল। নির্বাচনে অশান্তির লক্ষ্যে এই অস্ত্র পাচার করা হচ্ছে বলে মনে করছে পুলিশ প্রশাসনের একাংশ।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর