অ্যাপশহর

ধর্ষণ ঘিরে অগ্নিকাণ্ড রায়গঞ্জে

চার আদিবাসী মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল রায়গঞ্জ।

Ei Samay 14 Jul 2017, 8:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চার আদিবাসী মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল রায়গঞ্জ। রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ড-সহ শহর জুড়ে প্রচুর দোকান, হোটেল ও গাড়িতে ভাঙচুর চালান স্থানীয় আদিবাসীরা। একাধিক ফলের দোকান ভস্মীভূত হয়। এর আগে বেশ কিছু ক্ষণ শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সাঁওতালদের এই তাণ্ডবে আতঙ্কে গোটা শহর।
EiSamay.Com adivasi rally turns violent buildings set on fire raiganj
ধর্ষণ ঘিরে অগ্নিকাণ্ড রায়গঞ্জে


গত রবিবার বিজেপির ডাকা জেলা বন্‌ধের দিন রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে আদিবাসী দুই কিশোরী ও দুই যুবতীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৬-৭ জন যুবক শ্লীলতাহানি ও ধর্ষণ করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই যুবতীকে উদ্ধারের পাশাপাশি হাতেনাতে তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি-সহ গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। কিন্তু দুই কিশোরীর কোনও খোঁজ পাওয়া যায়নি গত দু’দিন ধরে। ওই যুবতীরা পুলিশকে দুই কিশোরীর নিখোঁজের কথা জানালেও পুলিশ তাতে আমল দেয়নি।

পরে কোনোক্রমে ওই দুই কিশোরী দুষ্কৃতীদের হাত থেকে নিজেদের মুক্ত করে তাদের বাড়িতে গিয়ে ঘটনার কথা জানালে পুলিশের কাছে পরে অপহরণ ও ধর্ষণের লিখিত অভিযোগ জানানো হয়। কিন্তু সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পুলিশ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এর পরেই ক্ষেপে ওঠে আদিবাসী সমাজ। সমস্ত আদিবাসী সংগঠনগুলি একত্রিত হয়ে শুক্রবার রায়গঞ্জে গিয়ে এই আন্দোলন ও ভাঙচুর শুরু করে।

তথ্য এবং ছবি: রণবীর দেব অধিকারী

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল