অ্যাপশহর

প্রায় ₹২.৫ কোটি মূল্যের সাপের বিষ উদ্ধার, নৈহাটি থেকে ধৃত ৭

সাপের বিষ নিয়ে অবৈধ কারবারের অভিযোগে উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে ৭জনকে আটক করলেন বনদফতরের আধিকারিকরা। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

EiSamay.Com 30 Aug 2016, 9:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সাপের বিষ নিয়ে অবৈধ কারবারের অভিযোগে উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে ৭জনকে আটক করলেন বনদফতরের আধিকারিকরা। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
EiSamay.Com 7 held with snake venom worth rs 2 5 cr
প্রায় ₹২.৫ কোটি মূল্যের সাপের বিষ উদ্ধার, নৈহাটি থেকে ধৃত ৭


সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হওয়ায়, বিদেশে এর বড় বাজার রয়েছে। সেই বাজারের একটা বড় জোগানদাতা পূর্বাঞ্চল। বনদফতরের চোখে ফাঁকি দিয়ে, অধিক মুনাফার লোভে অবৈধ ভাবে এ রাজ্য থেকে সাপের বিষ পাচার হয়। বেসকারি উদ্যোগে গড়ে ওঠা সর্পোদ্যান থেকে সাপের বিষ পাচার হওয়ার অভিযোগও আগে উঠেছে। যে কারণে ইতিমধ্যেই বেশ কয়েকটি সর্পোদ্যান বন্ধ করে দিয়েছে বনদফতর। তার পরেও যে এই চক্রের বাড়বাড়ন্ত ঠেকানো যায়নি, এদিন ৭জন ধরা পড়ার পরেই তা পরিষ্কার হয়ে যায়।

সোমবার একটি সূত্রে খবর পেয়ে নৈহাটির একটি বাড়িতে পুলিশ নিয়ে হানা দেন বনদফতরের কর্মীরা। সেখান থেকে বিভিন্ন পাত্রে রাখা মোট ৪ পাউন্ড অর্থাত্‍‌ ১ কেজি ৮১৫ গ্রামের মতো সাপের বিষ উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা। গ্রেপ্তার হয় ৭জন। ধৃতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন।

বনাধিকারিকদের দাবি, গোপনে বিদেশে পাচার করার লক্ষ্যেই এই সাপের বিষ সংগ্রহ করা হয়েছিল। এই চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতদের জেরা করছে পুলিশ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল