অ্যাপশহর

তিন শতক প্রাচীন এই পুজোই ছিল স্বাধীনতা সংগ্রামীদের 'আখড়া'

ভারতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবে ব্যবসা শুরু করেছে। বাংলায় কোম্পানির বেশ দাপট। নদিয়ার বহিরগাছিগ্রামে শুরু হয় দুর্গাপুজো।

EiSamay.Com 28 Sep 2017, 1:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সে আজ প্রায় ৩০০ বছর আগের কথা। ভারতে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবে ব্যবসা শুরু করেছে। বাংলায় কোম্পানির বেশ দাপট। নদিয়ার বহিরগাছিগ্রামে শুরু হয় দুর্গাপুজো। আলোছায়ার পুজো নামে বিখ্যাত। সেই প্রাচীন পুজো এ বছর ৩১১ বছরে পা দিল।
EiSamay.Com 300 years old bahirgachhis alo chhaya durga puja once all renowned freedom fighters gathered in this puja
তিন শতক প্রাচীন এই পুজোই ছিল স্বাধীনতা সংগ্রামীদের 'আখড়া'


স্বাধীনতার আগে ইংরেজদের ঘুম উড়িয়ে দেওয়া তাবড় স্বাধীনতা সংগ্রামীরা সকলেই জড়ো হতেন আলো-ছায়া দুর্গাপুজোয়। ইতিহাস হাতড়ে কেউ কেউ বলেন, এই পুজোয় এক সময় পুরোহিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদিও এই দাবি নিয়ে দ্বিমত রয়েছে। কিছু ইতিহাসবিদের মতে, বিদ্যাসাগর প্রচলিত ব্রাহ্মণ্য ধর্মীয় ধ্যান-ধারণায় বিশ্বাস করতেন না।

তবে বহিরগাছির আলোছায়া পুজোটির কৌলিন্য আজও অটুট। সাবেক একচালা প্রতিমাই এই পুজোর রীতি। বিশেষ আড়ম্বর নেই। তবে বাংলার তথা ভারতের গর্বের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তিন শতক ধরে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল