অ্যাপশহর

বাবাকে বাঁচাতে গিয়ে মৃত ছেলে

চোখের সামনে বাবাকে মরতে দেখে আর স্থির থাকতে পারেনি ছেলে। বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। প্রাণে বেঁচে যান বাবা। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ছেলে। জয়নগরের শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েতের বাঘবেড়িয়া গ্রামে ১৮ বছরের সৌমেন পাত্রের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

EiSamay.Com 9 Aug 2019, 1:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চোখের সামনে বাবাকে মরতে দেখে আর স্থির থাকতে পারেনি ছেলে। বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। প্রাণে বেঁচে যান বাবা। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল ছেলে। জয়নগরের শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েতের বাঘবেড়িয়া গ্রামে ১৮ বছরের সৌমেন পাত্রের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
EiSamay.Com youth died to save his father
মৃত ছেলে।


প্রতিদিন সকাল সকাল কলকাতায় কাজে বের হন উত্তম পাত্র। তার আগে বাড়ির সামনে টিউবওয়েল থেকে জল তুলে আনেন। এ দিনও বৃষ্টিভেজা সকালে রুটিনের অন্যথা হয়নি। বৃষ্টি হচ্ছিল বলে এক হাতে বালতি, অন্য হাতে ছাতা নিয়ে বেরিয়েছিলেন উত্তম। যখন মুখ ধুচ্ছিলেন তখন ছাতাটি টিউবওয়েলের একেবারে পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির গায়ে জড়িয়ে থাকা তারে ঠেকে যায়। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন তিনি। তখন ঘর থেকে বেরিয়েছেন সৌমেন। চোখের চোখের সামনে বাবা তড়িদাহত হয়েছে দেখে ছুটে যান তিনি। কিন্তু তারে পা ঠেকে তিনি নিজেই বিদ্যুৎপৃষ্ট হয়ে আছড়ে পড়েন কলতলায়। একই ভাবে ছিটকে পড়েন উত্তম পাত্রও। আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন সৌমেনের মা। দেখেন যে স্বামী ও ছেলে মাটিতে পড়ে গোাঙাচ্ছে। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

দু’জনকে উদ্ধার করে জয়নগর দুই নম্বর ব্লকের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান সৌমেন মারা গিয়েছেন। তবে ছেলের মৃত্যু হলেও বরাত জোরে বেঁচে গিয়েছেন উত্তম। মৃত সৌমেন উচ্চ মাধ্যমিক পাস করে একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার নিয়ে পড়াশোনা করছিলেন।

পরিবারের পাশাপাশি শোকে পাথর গোটা গ্রাম। সৌমেনের মা কে শান্ত করা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা অসীম সর্দার বলেন, ‘এইভাবে যে পাড়ার ছেলেটি মারা যাবে কেউ ভাবতে পারেনি।’ বকুলতলা থানার পুলিশ সৌমেন পাত্রর মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল