অ্যাপশহর

বারুইপুরে এলাকা দখলের লড়াই, চলল গুলি মৃত ১ যুবক

এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম শেখ নিজামউদ্দিন মণ্ডল। ওই যুবক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।

EiSamay.Com 23 Jun 2019, 11:38 am
এই সময় জিডিটাল ডেস্ক: লোকসভা ভোট পরর্বর্তী রাজনৈতিক অশান্তি ক্রমশ বেড়েই চলেছে রাজ্যে। যার জেরে ইতোমধ্যে বেশ অস্থির পরিস্থিতি উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-কাঁকিনাড়ায়। তার মধ্যেই এবার এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃতের নাম শেখ নিজামউদ্দিন মণ্ডল। ওই যুবক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। যার জেরে রবিবার সকাল থেকে দোষীদের গ্রেফতারের দাবিতে বারুইপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সকাল নটা থেকে মল্লিকপুর রেল স্টেশনে শুরু হয় অবরোধ। যদিও পরে প্রশাসনের আশ্বাসে অরবোধ উঠে যায়।
EiSamay.Com mallikpur clash


স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত দেড়টা নাগাদ মল্লিকপুর স্টেশনের কাছে অজ্ঞাত পরিচিয় কয়েকজন যুবকের সঙ্গে বচসায় জড়ায় নিজামউদ্দিন। অভিযোগ, তখন তৃণমূল কর্মী আলতাফ বৈদ্যকে ফোন করে ডাকেন ওই যুবকরা। আলতাফ এসেই নিজামউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রত্যজ্ঞদর্শীদের দাবি। নিজামউদ্দিনের বুকের বাঁদিকে গুলি লাগে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওই তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পর থেকেই আলতাফ পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় প্রধান অভিযুক্ত আলতাফের এর আগেও অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকার রেকর্ড আছে। তাকে আগেও গ্রেফতার করা হয়েছিল। এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যদিও অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বসে জানানো হয়েছে পুলিশের তরফে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল