অ্যাপশহর

'জয় শ্রীরাম' না বলায় রণক্ষেত্র দক্ষিণেশ্বর, গ্রেফতার ১

জয় শ্রীরাম না বলা ও তার জেরে বচসা থেকে স্থানীয় একটি বেআইনি মদের ঠেকে ভাঙচুরকে কেন্দ্র করে রিতিমত অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় আক্রান্ত স্থানীয় তৃমূল কাউন্সিলার ও তার ছেলে।

EiSamay.Com 16 Aug 2019, 11:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের জয় শ্রীরাম না বলাকে কেন্দ্র করে বচসা থেকে ভাঙচুর। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার দক্ষিণেশ্বর মন্দির এলাকায় জয় শ্রীরাম না বলার কারণে মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। জয় শ্রীরাম না বলা ও তার জেরে বচসা থেকে স্থানীয় একটি বেআইনি মদের ঠেকে ভাঙচুরকে কেন্দ্র করে রিতিমত অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় আক্রান্ত স্থানীয় তৃমূল কাউন্সিলার ও তার ছেলে। ঘটনার জেরে শুক্রবার গ্রেফতার করা হয়েছে ১ জনকে। বাদবাকিদের খোঁজে চলছে তল্লাশি।
EiSamay.Com dakshineswar confrontment


স্থানীয়দেক অভিযোগ বৃহস্পতিবার রাতে, দক্ষিণেশ্বর ব্রিজের নীচে দুই যুবককে জয় শ্রীরাম বলার জন্য জোর করে স্থানীয় এক বিজেপি আশ্রিত দুষ্কৃতী। এই দুই যুবক তা না বলায় শুরু হয় বচসা। তার থেকেই চলে মারধর। এর প্রতিবাদ করে স্থানীয়রা ভাঙচুর চালায় এই বিজেপি আশ্রিত সমাজবিরোধীর বেআইনি মদের ঠেকে বলে দাবি স্থানীয়দের। এরপরই এই দুস্কৃতি অন্য দলবল নিয়ে পালটা আক্রমণ করে। অভিযোগ ঘটনার জড়িয়ে পড়ে বেশ কয়েজন তৃণমূল সমর্থক ও স্থানীয় নেতা। মুহূর্তে পরিস্থিতি রাজনৈতিক রং নেয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

এলাকায় গন্ডগোলের খবর পেয়ে ঘটনা স্থলে আসেন কামারহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডর কাউন্সিলার শঙ্করী ভৌমিক ও তাঁর ছেলে অরিন্দম ভৌমিক। স্থানীয়দের দাবি এর পরই দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। চলে ইট বৃষ্টি বলেও অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছায় বরানগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। লাঠি চার্জ করে দুই পক্ষকে হঠিয়েদেয় পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত হন কাউন্সিলরের ছেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল