অ্যাপশহর

লোকালয়ে বাঘ রুখতে কি অ্যালুমিনিয়াম জাল

সুন্দরবনের লোকালয়ে বাঘের হানা ঠেকাতে ব্যাঘ্র প্রকল্পের উল্টোদিকে প্রায় ১০৬ কিমি বিস্তৃত লোকালয়ে অ্যালুমিনিয়ামের জাল বসানোর ভাবনাচিন্তা শুরু করল বন দফতর। পরিকল্পনা চূড়ান্ত হলে এই জাল বসাতে কয়েক কোটি টাকা খরচ হবে।

Ei Samay 24 Jan 2022, 2:28 pm

হাইলাইটস

  • সুন্দরবনের লোকালয়ে বাঘের হানা ঠেকাতে ব্যাঘ্র প্রকল্পের উল্টোদিকে প্রায় ১০৬ কিমি বিস্তৃত লোকালয়ে অ্যালুমিনিয়ামের জাল বসানোর ভাবনাচিন্তা শুরু করল বন দপ্তর।
  • রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, পরিকল্পনা চূড়ান্ত হলে এই জাল বসাতে বেশ কয়েক কোটি টাকা খরচ হবে।
  • তার জন্য জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি) থেকে আর্থিক সাহায্য চাওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কাছেও প্রস্তাব পাঠাবে রাজ্য।
EiSamay.Com sundarban fb
চেন লাইন ফেন্সিং লাগানোর পরিকল্পনা
তাপস প্রামাণিক
সুন্দরবনের লোকালয়ে বাঘের হানা ঠেকাতে ব্যাঘ্র প্রকল্পের উল্টোদিকে প্রায় ১০৬ কিমি বিস্তৃত লোকালয়ে অ্যালুমিনিয়ামের জাল বসানোর ভাবনাচিন্তা শুরু করল বন দপ্তর। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, পরিকল্পনা চূড়ান্ত হলে এই জাল বসাতে বেশ কয়েক কোটি টাকা খরচ হবে। তার জন্য জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি) থেকে আর্থিক সাহায্য চাওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কাছেও প্রস্তাব পাঠাবে রাজ্য। বনমন্ত্রীর বক্তব্য, এই পরিকল্পনা রূপায়িত হলে সুন্দরবনের বাঘেরা সহজে সংরক্ষিত এলাকা থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকতে পারবে না। উল্টে অ্যালুমিনিয়াম জালের পরিখা গ্রামবাসীকে অনেক নিশ্চিন্ত রাখবে। এর জন্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করছে বন দপ্তর।

জ্যোতিপ্রিয় বলেন, 'সুন্দরবন এলাকায় মানুষের সঙ্গে বাঘের সংঘাত এড়াতে আমরা একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছি। অ্যালুমিনিয়ামের জাল নাইলনের থেকে অনেক মজবুত হবে। সেটা সহজে নষ্ট হবে না। বাঘ সেটা পেরিয়ে লোকালয়ে চলে আসতে পারবে না, বরং সংরক্ষিত এলাকাতেই যাতায়াত করবে। জাইকার থেকে কিছু সাহায্য আশা করছি, কেন্দ্রকেও টাকা দেওয়ার জন্য অনুরোধ করব।' প্রসঙ্গত, দেশের বহু ব্যাঘ্র প্রকল্পেই বনবস্তির চারপাশে এমন ফেন্সিং ব্যবহার করা হয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে।

সঙ্গী খুঁজতে লোকালয়ে বাঘ! দাবি বনকর্মীদের

বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, আপাতত পঞ্চায়েত প্রতিনিধি ও জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের লোকদের মাধ্যমে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের বিষয়টি বোঝানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ গত কয়েক মাসে বেশ কয়েক বার লোকালয়ে বাঘ ঢুকে আসার ঘটনা ঘটেছে। প্রতিবারই বন দপ্তর সফল ভাবে বাঘকে জঙ্গলে পাঠিয়েছে ঠিকই। কিন্তু বার বার এমন ঘটনায় বাঘের প্রতি গ্রামবাসীদের একাংশের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। গবাদি পশু বাঘের নিশানায় পড়ায় ব্যাহত হচ্ছে গ্রাম্য অর্থনীতিও।

এই পরিস্থিতিতে বাঘের জঙ্গলের উল্টোদিকে লোকালয়ের সীমানার সিংহভাগ ধরে অ্যালুমিনিয়াম জাল বা চেন লাইন ফেন্সিং বসালে বাঘ তাতে বাধা পাবে। বনকর্তাদের আশা, বার বার এমন বাধার মুখে পড়ে তাদের যাত্রাপথ মূলত জঙ্গলমুখীই থাকবে। নোনা জলে এই চেন ফেন্সিং সহজে নষ্ট হবে না। তা ছাড়া এর ফলে মধু বা কাঁকড়া সংগ্রহের জন্য যে কোনও জায়গা থেকে গ্রামবাসী বাঘের জঙ্গলে বা কোর এরিয়ার নিষিদ্ধ খাঁড়িতে নদী পেরিয়ে ঢুকতে পারবেন না। তাতেও বাঘের হানায় মৃত্যু রোখা যাবে।

ফের লোকালয়ে বাঘের পায়ের ছাপ! এবার আতঙ্ক পাথরপ্রতিমায়

তবে ভবিষ্যতে বাঘের জঙ্গলের দিকেও বর্তমানের নাইলন ফেন্সিং সরিয়ে অ্যালুমিনিয়ামের বেড়াজাল দেওয়ার ভাবনা রয়েছে বনমন্ত্রীর মনে। তাতে বাদাবনের চোরাশিকারিদের উৎপাত থেকে বাঘ ও জঙ্গলের অন্য প্রাণীদের যেমন বেশি সুরক্ষা দেওয়া সম্ভব, তেমনই যত্রতত্র বাঘ সাঁতরে লোকালয়ে চলে আসার ঘটনাতেও লাগাম পরানো যেতে পারে। গত দু'বছরে অন্তত তিনটি বড় ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে সুন্দরবন। কয়েকশো কিলোমিটার এলাকায় নাইলন ফেন্সিং উপড়ে ভাসিয়ে দিয়েছে ঝোড়ো হাওয়া, জলস্রোত। অ্যালুমিনিয়ামের চেন লাইন ফেন্সিং বসানো গেলে তা অত সহজে নষ্ট হবে না।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল