অ্যাপশহর

এবার বাংলায় আসল পরিবর্তন হবে: মিঠুন

প্রার্থী না হলেও ম্যারাথন প্রচারে ঝড় তুলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ... এদিনের রোড শোয়ে মহাগুরুর আক্রমণের নিশানায় তৃণমূলের পরিবর্তনের স্লোগান....

Lipi 3 Apr 2021, 12:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এতদিন আসল পরিবর্তন হয়নি, এবার আসল পরিবর্তন হবে। মানুষের ভিড় সেই বার্তা দিচ্ছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির BJP প্রার্থী প্রণব মল্লিকের হয়ে রোড-শোতে অংশগ্রহন করে একথা বলেন BJPর তারকা প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী।দুপুর দেড়টা নাগাদ করনঞ্জলি ময়দানে নামেন তিনি ৷ নেমে গাড়িতে করে নিশ্চিন্তপুরের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের দিয়ে রওনা দেন ৷ এদিন দুপুরে প্রায় দুটো নাগাদ নিশ্চিন্তপুর চৌরাস্তায় ৷ সেখান থেকে শুরু হয় রোড-শো।
এবার বাংলায় আসল পরিবর্তন হবে: মিঠুন


হুড খোলা জিপে কুলপি পর্যন্ত এই শো চলে। তাঁর যাত্রা পথে ১১৭ নম্বর জাতীয় সড়কে প্রচুর সাধারণ মানুষের ভিড় ছিল। মিঠুনকে উদ্দেশ্য করে অনেকেই ফুল ছোঁড়েন। মিঠুন দলী্য কর্মী সমর্থক ও ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান। পরে সংবাদমাধ্যমকে মিঠুন বলেন, বাংলায় এবার আসল পরিবর্তন হবে।তৄণমুলের উপর রাগে ও ক্ষোভে এত মানুষ এই কড়া রোদেও বাড়ির বাইরে বেরিয়েছেন ৷ এবং রাস্তায় দাঁড়িয়ে আছেন ৷ যা দেখে উচ্ছ্বসিত BJP নেতারাও ৷হেলিকপ্টারে করে কুলপিতে নামেন তিনি ৷ হোলিপ্যাডে তাকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা ৷মহাগুরু স্বাগতম বলে তারা স্লোগান তুলেন ৷ গোলাপ দিয়ে তারা তাকে অভ্যর্থনাও জানান ৷

তারপর রথে চেপে তিনি BJP প্রার্থী প্রণব মল্লিককে নিয়ে প্রচার শুরু করেন ৷এই কেন্দ্রের তৄণমুল কংগ্রেস প্রার্থী যোগরঞ্জন হালদার ৷ তিনি দুবারের বিধায়ক ৷ এবারও প্রার্থী ৷ তৄণমুল কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের অভিযোগ আনলেন BJP প্রার্থী প্রণব মল্লিক ৷ তিনি বলেন এই অঞ্চলের মানুষ BJPকে সমর্থন করছে ৷ বিশেষ করে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মত ৷ তার আরও অভিযোগ এলাকায় কোনও উন্নয়ন হয়নি ৷ বিধায়ক দুবার নির্বাচিত হলেও তিনি বাইরে থাকেন বলে তার অভিযোগ ৷


টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল