অ্যাপশহর

BJP vs TMC: BJP করার অপরাধে দুই কর্মীকে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধর, অভিযোগের তির তৃণমূলের দিকে

দুই বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। তরজায় স্থানীয় বিজেপি ও তৃণমূল।

Produced byএলিনা দত্ত | Lipi 8 Feb 2023, 11:22 am
West Bengal Local News: পঞ্চায়েত ভোটের আগে ফের বিজ বিজেপি করার অপরাধে দুই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বারুইপুর থানার (Baruipur) নবগ্রামে। অভিযোগ, স্থানীয় গোয়ালবেড়িয়া বাজারে চা খাওয়ার সময় বেধড়ক মারধর করা হয় উত্তম নস্কর ও অরূপ নস্কর নামে দুই বিজেপি কর্মীকে। শুধু বেধড়ক মারধর নয়, চোখে মুখে লঙ্কার গুঁড়া ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাদের আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
EiSamay.Com baruipur police station
বারুইপুরে দুই বিজেপি কর্মীকে মারধর


Naushad Siddiqui: 'পঞ্চায়েত ভোটে হারের ভয়ে রাজনৈতিক চক্রান্ত...', বারুইপুর আদালতে ঢোকার আগে মন্তব্য নওশাদের

জানা গিয়েছে, স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে আক্রান্ত বিজেপি কর্মীরা বারুইপুর মহকুমা হাসপাতালে (Baruipur Hospital) চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আক্তার মোল্লার নির্দেশে উত্তম দাস, বাবলু দাস ও তাদের সঙ্গীরা এই হামলা চালিয়েছে। এলাকায় বিজেপি দল করা এবং বিজেপির মিটিং, মিছিলে যাওয়ার কারণেই এই হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Bhangar ISF TMC Clash : ভাঙড়ে TMC-ISF সংঘর্ষ, এবার গ্রেফতার শাসকদলের সংখ্যালঘু সেলের সভাপতি

তৃণমূল পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে বলে অভিযোগ করেছে বিজেপি। এই ঘটনায় দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। বারুইপুর ব্লক তৃণমূলের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর পালটা দাবি, আক্রান্তরা এলাকায় অশান্তি পাকাতে এসেছিল। সেই সময় স্থানীয়দের সাথে বচসা, মারামারি হয়েছে। এরা এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেয় সেই দাবি জানিয়েছেন তিনি। বিজেপির দাবি, গত বিধানসভা নির্বাচনের পর থেকেই এই বিজেপি কর্মীরা এলাকা ছাড়া ছিল। তারপরও এইভাবে হামলা করছে। এই ঘটনায় বারুইপুরের SDPO অতীশ বিশ্বাস জানান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর