অ্যাপশহর

Sougata Roy on Suvendu Adhikari : 'চটি দিয়ে মারতাম...', শুভেন্দুকে 'বেলাগাম' আক্রমণ সৌগতর

শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের। এর পাশাপাশি বিজেপি ও কংগ্রেসকেও নিশানা করেন তিনি।

Produced byঅরিজিৎ দে | Lipi 8 Jun 2023, 2:06 pm
বুধবার বরানগরের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সৌগতর গলায় ছিল কড়া সুর। বয়স কম থাকলে তিনি 'চটি' দিয়ে শুভেন্দুকে মারতেন বলেই জানান দমদমের সাংসদ।

ওডিশার সাংবাদিক বৈঠক থেকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। এমনকী এই দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন সৌগত বলেন, 'আমি একজন সাংসদ হিসেবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পদত্যাগ করতে বলছি। তাঁর কোনও লজ্জা থাকলে শতাব্দীর সব থেকে বড় দুর্ঘটনার জন্য পদত্যাগ করা উচিত। শুভেন্দু বলছেল এই দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে। আমার যদি বয়স কম থাকত তাহলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম। মেরে জানতে চাইতাম ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে কিনা।'

Sukanta Majumdar : '২০০০-র নোট দিয়ে কালো টাকা সাদা হল!', তৃণমূলের দেওয়া ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক সুকান্ত
সৌগত আরও বলেন, 'কোথায় বাংলা, আর কোথায় বালেশ্বর! তৃণমূল সেখানে গিয়ে ট্রেনে অন্তর্ঘাত করবে! দিল্লির নির্দেশে শুভেন্দু এই কথা বলছে। শুভেন্দু বরাবরই বদমাশ। শুভেন্দু তো আমাদের পার্টিতে ছিল। আমি তো ওঁকে দলে রাখার চেষ্টা করেছিলাম। অভিষেকের সঙ্গে মুখোমুখি বসিয়ে কথাও বলিয়ে দিয়েছিলাম। কিন্তু ও বিজেপির থেকে আগেই মাল নিয়ে নিয়েছিল। তাই ওঁকে দল ছেড়ে চলে গিয়েছে।'

Suvendu Adhikari Abhishek Banerjee: 'ওদের এতবার বিদেশে যাওয়ার কারণ কী ও কোথা থেকে আসছে খরচ?' সরাসরি শাসকদল সহ মুখ্যমন্ত্রীকে তোপ
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তৃণমূলের দেওয়া ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর দাবি, নগদে টাকা দিয়ে কালো টাকা সাদা করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে ২ হাজার টাকার নোটে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই নিয়ে কটাক্ষ করেন প্রবীণ সাংসদ। সৌগত বলেন, 'সুকান্ত মজুমদার সে গাছ-গাছালির ডাক্তার মানুষের ব্যাপারে জানে না। উজবুক জানেনা ২০০০ টাকার নোট এখনো বাতিল হয়নি। ইট ইজ স্টিল লিগ্যাল টেন্ডার কোথা থেকে দিয়েছি তোমার বাবার কী!'

Abhishek Banerjee : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা! নবজোয়ার যাত্রা 'সংক্ষিপ্ত' করলেন অভিষেক
বুধবার বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন সৌগত। তিনি বলেন, 'এই কংগ্রেসের কিছু হবে না। কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। গতবার লোকসভায় দুটো আসন ছিল। বিধানসভায় একটাও আসন নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, অধীর চৌধুরীকে যদি পরের বার বহরমপুর থেকে জিততে হয় তাহলে তৃণমূলে যোগ দিতে হবে। নইলে অধীরকে রাজনীতি ছেড়ে দিতে হবে। কোনও বাপের ক্ষমতা নেই অধীরকে বহরমপুর থেকে জিতিয়ে দেবে।'
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন

পরের খবর