অ্যাপশহর

Khardah Resort: চাঁদা নিয়ে জুলুমের অভিযোগ, রিসর্টে ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতার ভাই

রহড়ায় তৃণমূল কংগ্রেসের ভাইয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। চাঁদা অনাদায়ে হোটেল ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ।

Produced byএলিনা দত্ত | Lipi 12 Feb 2023, 3:51 pm
খড়দহ কল্যাণী এক্সপ্রেসের ধারে এক জনপ্রিয় রিসর্টে তাণ্ডব। চাঁদা চাওয়ার নামে সম্পত্তি ভাঙচুরের অভিযোগ শাসকদলের নেতার বিরুদ্ধে। মেলার নামে হোটেলে চাঁদা নিয়ে জুলুমবাজিতে নাম জড়াল তৃণমূল নেতার ভাই। অভিযোগ, মেলার নামে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তা দিতে না চাওয়ায় হোটেল কর্মীদের মারধর ও হুমকি দেওয়া বলে অভিযোগ। ভাঙচুর করা হয় সম্পত্তিও। ঘটনায় তৃণমূল নেতার () ভাই সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
EiSamay.Com hotel vandalise


BJP vs TMC: BJP করার অপরাধে দুই কর্মীকে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধর, অভিযোগের তির তৃণমূলের দিকে

জানা গিয়েছে, মেলার জন্য শনিবার রিসর্টে চাঁদা চাইতে যান স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader) শুকুর আলির (Sukur Ali) ভাই। মেলার নামে ৫০ হাজার টাকা চাঁদার বিল কাটার অভিযোগ। হোটেল মালিক স্বভাবতই এত বড় অঙ্কের টাকা দিতে অস্বীকার করেন। প্রথমে মালিকের কথা শুনে বিনা বাক্যব্যয়ে সেখান থেকে চলে যায় ওই তৃণমূল নেতা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজের বিশাল দলবদল নিয়ে ফিরে এসে রীতিমতো রিসর্টে তাণ্ডব চালান। এমনকী কর্মীদের মারধর ও সম্পত্তিরও লোকসান করা হয় বলে খবর। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ (Rahara Police Station)। তাদের আসার খবর পেয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে দোষীদের চিহ্নিত করা হয়েছে বলে খবর।

Bhangar ISF TMC Clash : ভাঙড়ে TMC-ISF সংঘর্ষ, এবার গ্রেফতার শাসকদলের সংখ্যালঘু সেলের সভাপতি

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। চাঁদা চাওয়া ও দলবল নিয়ে হুমকির ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তা দেখে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রহড়া কল্যাণী এক্সপ্রেসের (Kalyani Express Way) ধারে হোটেলে হুমকি ও মারধরের ঘটনায় অভিযুক্ত পেয়ারে আলি পুরকাইত ও আবেদ আলি নামের অভিয়ুক্তকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠালো রহড়া থানার পুলিশ। গোটা ঘটনা অস্বীকার করেছে পঞ্চায়েতের উপপ্রধান। অন্যদিকে, হোটেল মালিকের অভিযোগ, চাঁদার এই তাণ্ডব এই প্রথম নয় আগেও হয়েছে। স্থানীয়া জানিয়েছে, ওই অঞ্চলে প্রায় ১৫০ বছরের একটি পুরনো মেলা বসে। সেই মেলার জন্য সবাই অনুদান দেয়।নিজের ইচ্ছে মতোই দেয়। কিন্তু এবার বড় অঙ্কের চাঁদা চেয়ে রীতিমতো হুমকি ও হুজ্জুতির অভিযোগ।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর