অ্যাপশহর

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের খপ্পরে, বেঘোরে মৃত্যু মত্‍‌স্যজীবীর

বাঘের মুখ থেকে সঙ্গীরা তাঁকে ফিরিয়ে আনলেও মৃত্যুর মুখ থেকে ফেরাতে পারলেন না।

EiSamay.Com 25 Oct 2018, 12:12 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাঘের মুখ থেকে সঙ্গীরা তাঁকে ফিরিয়ে আনলেও মৃত্যুর মুখ থেকে ফেরাতে পারলেন না। বাঘের কামড়ে বেঘোরে প্রাণ হারালেন সুন্দরবনের গোসাবার এক মত্‍‌স্যজীবী। গোসাবা হাসপাতালে মধু মণ্ডল (৪২) নামে ওই মত্‍‌স্যজীবীর মৃত্যু হয়।
EiSamay.Com tiger f


পুলিশ জানিয়েছে, গোসাবার ওই মত্‍‌স্যজীবী আরও দু-জনের সঙ্গে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন। বুধবার ভোরে পিরখালির জঙ্গলে বাঘের খপ্পরে পড়েন মধু মণ্ডল। পূর্ণবয়স্ক একটি রয়েল বেঙ্গল টাইগার তাঁকে টেনে নিয়ে গভীর জঙ্গলেই চলে যেত। কিন্তু, মধুর দুই সঙ্গী বাঘটিকে ধাওয়া করলে, শিকার ফেলে পালায় বাঘটি। ঘটনাটি ঘটে, গোসাবারই বালি-সত্যনারায়ণপুর অঞ্চলে। সেখানেই তিন জনে মিলে কাঁকড়া ধরছিলেন।

তড়িঘড়ি গোসাবা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মধুকে মৃত বলে ঘোষণা করেন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল