অ্যাপশহর

Sweta Chakraborty- Ayan Seal : কালো গাড়িতে যাতয়াত! নিয়োগ দুর্নীতিতে পাড়ার 'ভালো মেয়ের' নাম জড়ানোয় হতবাক পড়শিরা

নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর বিরুদ্ধে লাখ লাখ টাকা খরচ করে গাড়ি কেনার অভিযোগ।

Produced byঅরিজিৎ দে | Lipi 21 Mar 2023, 1:55 pm

হাইলাইটস

  • শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি
  • তদন্তকারী আধিকারিকদের দাবি, শ্বেতা চক্রবর্তী নামের এই মহিলা অয়নের অত্যন্ত ঘনিষ্ঠ
  • এমনকী তাঁর সঙ্গে অয়নের আর্থিক লেনদেনের প্রমাণও ইডির হাতে রয়েছে
West bengal News: নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি। দুর্নীতির তদন্তে আরও এক রহস্যময়ীর হদিশ পেয়েছে ইডি। তদন্তকারী আধিকারিকদের দাবি, শ্বেতা চক্রবর্তী নামের এই মহিলা অয়নের অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকী তাঁর সঙ্গে অয়নের আর্থিক লেনদেনের প্রমাণও ইডির হাতে রয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন ঘনিষ্ঠ শ্বেতা পেশায় একজন মডেল। পাশাপাশি তিনি কামরহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
WB Recruitment Scam : 'ইডি আসছে', জিনিসপত্র সরিয়ে দাও', অয়নকে হোয়াটসঅ্যাপে 'সতর্কবার্তা' রহস্যময়ীর?
জানা গিয়েছে অয়ন ঘনিষ্ঠ শ্বেতা নৈহাটির বিজয়নগর এলাকার বাসিন্দা। মডেলিংয়ের সূত্রে তাঁর সঙ্গে প্রোমোটার অয়ন শীলের পরিচয় হয়। সূত্রের খবর, অয়নের যাবতীয় প্রোমোটিংয়ের ব্যবসা ও নির্মাণের কাজ রক্ষণাবেক্ষণ এবং দেখভাল করত শ্বেতা। তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, অয়নের অ্যাকাউন্ট থেকে শ্বেতার অ্যাকাউন্টে ২৫ লাখের লেনদেন হয়। সেই টাকা গিয়ে বিলাসবহুল হন্ডা সিটি গাড়ি কিনেছেন শ্বেতা, এমনটাই ইডি সূত্রে দাবি করা হয়েছে।

ইডি সূত্রে দাবি করা হয়েছে, অয়ন ও শ্বেতার মধ্যে একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হয়েছে। সেই সংক্রান্ত নথি তদন্তকারীদের হাতে রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পাড়ার মেয়ের নিয়োগ দুর্নীতি মামলা নাম উঠে এসেছে, তা জানতে পেরে রীতিমতো হতবাক নৈহাটির জেলেপাড়ার বাসিন্দারা।

Santanu Banerjee : ৩৭ ঘণ্টা তল্লাশি শেষে গ্রেফতার অয়ন, দুর্নীতির রহস্যভেদে শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারই কি ফ্যাক্টর?
স্থানীয় বাসিন্দা চন্দন সাহা বলেন, "শ্বেতাকে আমরা ছোটোবেলা থেকে চিনি। ওঁনার বাবা সরকারি চাকরি করতেন। উনি কোথায় চাকরি করতেন তা বলতে পারব না। কালো রঙের একটা গাড়ি আসত, তাতে করে উনি চলে যেতেন। কোথায় চাকরি করতেন আমরা তা কখনও জিজ্ঞেস করিনি। পাড়ার মেয়ে হিসেবে আমরা কখনও তাঁর মধ্যে খারাপ কিছু দেখিনি। দেখুন ইডি তদন্তে তাঁর নাম কীভাবে এল সেটা আমার বলতে পারব না। তাঁর বাবা-মা হয়তো বলতে পারবেন।"

Recruitment Scam : ২০১২ প্রাথমিক টেটেও দুর্নীতি? অয়নের অফিসের থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য
আরেক স্থানীয় বাসিন্দা পার্বতী বিশ্বাস বলেন, "আমার মেয়ের সঙ্গে ছোটোবেলা একসঙ্গে পড়াশোনা করত। পরবর্তীকালে সে আর মেলামেশা করত না। দেখে তো কখনও খারাপ বলে মনে হয়নি, খুবই শান্ত স্বভাবের মেয়েছিল। শুনে খুবই অবাক লাগছে, খারাপও লাগছে। এই রকম মেয়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে ভাবতে পারছি না।"
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন

পরের খবর