অ্যাপশহর

BJP West Bengal: কুলতলিতে BJP-র পথসভায় জোড়া হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

South 24 Parganas-র কুলতলির শানকিজান ও মানিকপীরে বিজেপির (BJP West Bengal) পথসভায় (BJP Meeting) হামলা ও ভাঙচুরের অভিযোগ। ঘটনার প্রতিবাদে মানিকপীর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন BJP কর্মী সমর্থকরা। শর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান Bengal BJP-র কর্মী সমর্থকরা৷ ঘটনাস্থলে কুলতলি থানার (Kultali Police Station) পুলিশ।

Produced byRupa Saha | Lipi 5 Sep 2022, 10:55 am

হাইলাইটস

  • কুলতলিতে BJP-র পথসভায় জোড়া হামলার অভিযোগ৷
  • ঘটনায় BJP-র কয়েকজন কর্মী আহত হন৷
  • দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মানিকপীর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান BJP-র কর্মী সমর্থকরা৷
EiSamay.Com BJP West Bengal
কুলতলিতে BJP-র পথসভায় জোড়া হামলার অভিযোগ৷ শানকিজান ও মানিকপীরের পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ। তৃণমূল কংগ্রেস আশ্রিত ৬০ থেকে ৭০ জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় BJP-র কয়েকজন কর্মী আহত হন৷ একজনকে আনা হয় জামতলা গ্রামীণ হাসপাতালে। ঘটনার প্রতিবাদে মানিকপীর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন BJP কর্মী সমর্থকরা। শর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান BJP-র কর্মী সমর্থকরা৷ ঘটনাস্থলে কুলতলি থানার পুলিশ।
BJP-র সাংগঠনিক বৈঠকে পার্টি অফিসের মধ্যেই হাতাহাতি, ফের প্রকাশ্যে গেরুয়া শিবিরের কোন্দল
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি মিটিংয়ের কথা ছিল কুলতলি এক নম্বর মণ্ডলে৷ এরপর শানকিজান এলাকায় স্টেজ করতে গিয়ে সমস্যা হয়৷ এলাকার লোকজন বড় স্টেজ করার বিরোধিতা করলে সেটা ছোট করে নেওয়া হয় বলে দাবি BJP-র৷ তারপরও তৃণমূলের লোকজন এসে পতাকা ছিঁড়ে স্টেজ ভেঙে দেয় বলে অভিযোগ৷ সেখানে উপস্থিত কার্যকর্তাদের মারধর করা হয় বলেও অভিযোগ৷ এরপর মিটিং বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি৷ এরপর BJP-র কর্মী সমর্থকরা পুলিশের কাছে যান কেন মিটিংটা বন্ধ করা হল, তা জানতে৷
Halisahar Municipality: চিটফান্ড মামলায় গ্রেফতার হওয়া রাজুর পদত্যাগের দাবিতে BJP-র বিক্ষোভ, উত্তপ্ত হালিশহর পুরসভা চত্বর
এরপর মানিকপীর মণ্ডলে আর একটি মিটিং শুরু হয়৷ যখন মিটিং শুরু হয়ে গিয়েছে, তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে হামলা চালায়৷ সেখানেও BJP কর্মী সমর্থকরা IC-কে জানান৷ এরপর দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শর্বরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মানিকপীর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান BJP-র কর্মী সমর্থকরা৷
Dilip Ghosh: 'সঠিক তদন্ত হলে দলের অর্ধেক নেতা-মন্ত্রী জেলে যাবে', TMC-কে কটাক্ষ দিলীপের
BJP নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় দাবি করেন, ‘‘অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের যতক্ষণ না গ্রেফতার করা হবে, আমরা পথ অবরোধ করে থাকব৷ এখান থেকে উঠব না আমরা৷’’ BJP-র আহত এক কর্মী সঞ্জয় পাত্রর দাবি, ‘‘২৩৪ নম্বর বুথে মানিকপীর এলাকায় এদিন একটি মিটিং ছিল ভারতীয় জনতা পার্টির৷ সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা এসে মারধর করে৷ পথসভায় তৃণমূলের নেতা কর্মীদের চুরির কথা তুলে ধরা হয়৷ তাতেই তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে আমরা সবাই চোর নাকি বলে আমাদের উপর প্রায় ৬০-৭০ জন এসে চড়াও হয়৷ আমাদের নেতাদেরও মারধর করেছে ওরা৷’’

এ বিষয়ে কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তাঁর দাবি, ‘‘এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা৷ ব্যক্তিগত কুৎসা করছিল BJP৷ সেখানে স্থানীয় দোকানদাররা প্রতিবাদ করেন৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’
লেখকের সম্পর্কে জানুন
Rupa Saha

পরের খবর