অ্যাপশহর

D.Bapi Biriyani: ফের ঝামেলার কেন্দ্রে ডি.বাপি, এলাকাবাসীর ক্ষোভে নামল বিরিয়ানি দোকানের শাটার

বিরিয়ানি দোকানে গান বাজানো ও রান্না করা নিয়ে বিক্ষোভ। এলাকাবাসীর ক্ষোভের মুখে নামল বিরিয়ানি দোকানের শাটার।

Produced byএলিনা দত্ত | Lipi 25 Jan 2023, 8:54 am
West Bengal Local News গুলিকাণ্ডে পর ফের আলোচনার শিরোনামে মধ্যমগ্রামের ডি.বাপি বিরিয়ানির দোকান (D.Bapi Biriyani Shop)। মধ্যরাতে দোকানের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও চলতে থাকে। অভিযোগ, বার বার বলা সত্ত্বেও মধ্যমগ্রামের (Madhyamgram Famous Biriyani Shop) ওই বিখ্যাত বিরিয়ানির দোকানে প্রচন্ড জোরে বক্স বাজিয়ে চালানো হয় গান। এলাকার মানুষেরা এর জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন। পড়াশুনা করতে পারছে না এলাকার ছেলেমেয়েরা। তীব্র শব্দদূষণের অভিযোগ তুলে দোকানের সামনেই ক্ষোভে ফেটে পারেন এলাকাবাসী।
EiSamay.Com d bapi biriyani


মধ্যমগ্রামের বিখ্যাত বিরিয়ানির দোকান ফের বিক্ষোভে উত্তাল। এলাকাবাসীর অভিযোগ, বারবার মধ্যমগ্রাম পৌরসভা এবং প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। বহুদিন ধরে এলাকায় এই বিরিয়ানির দোকানকে কেন্দ্র করে চলছে অশান্তি। শুধু শব্দ দূষণ নয়, দোকানের বিরুদ্ধে উঠেছে বায়ু দূষণেরও অভিযোগ। বিরিয়ানির দোকানে কাঠের চুলায় বিরিয়ানি রান্না করার জন্য একটা বায়ু দূষণ সৃষ্টি হচ্ছে বারংবার অভিযোগ করা হলেও কর্ণপাত করেনি D BAPI বিরিয়ানি দোকানের (D.Bapi Biriyani Shop) মালিক। প্রশাসনেরও সাহায্য না পাওয়ার অভিযোগ।

Biriyani Point Habra : ১০ টাকায় চিকেন বিরিয়ানি! বাবুর ব্যবসায়িক বুদ্ধিতে কাত গ্রাহকরা

মঙ্গলবার রাতে এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভাঙে। এইদিন রাতে দোকানের সামনে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। পরিস্থিতির অবনতি হলে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ (Madhyamgram Police Station)। তাদের সামনেই উত্তেজিত জনতা দোকানের শাটার নামিয়ে বন্ধ করে দেয়। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় দোকানের কর্মীদের মধ্যে।

West Bengal Trending News: CCTV ফাঁকি দিয়ে মগজাস্ত্রে শান দিয়ে পারফেক্ট ক্রাইম! তবু ধরিয়ে দিল ৫০০ টাকার নোট

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এলকাবাসীর অভিযোগ, এই বিরিয়ানির দোকানের (Biriyani Shop) জন্য পরিবেশ নষ্ট হচ্ছে।একদিকে কাঠের জ্বালে ধোঁয়া, অন্যদিকে ছাই উড়তে থাকে চারিদিকে। দোকানের কর্মীদের আগে ভালোভাবে বলা হলেও তারা কোন ভূমিকা পালন করেনি। অবশেষে স্থানীয়রা একত্রিত হয়ে এইদিন রাতে বিক্ষোভ শুরু করে। মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই এলাকায় ব্যবসা চালাতে গেলে এখন দেখার D-BAPPI বিরিয়ানি দোকান বুধবার থেকে কী পদক্ষেপ নেয় ।

গত বছরের মাঝামাঝি মে মাসে ব্যারাকপুরের ডি.বাপি বিরিয়ানির আউটলেটে গুলি চলায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ভর দুপুরে দোকানের কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল