অ্যাপশহর

নিজের হোটেলেই খুন হলেন মালিক

খড়দহে এক হোটেল মালিকের রহস্যমৃত্যু। মৃতের নাম আব্দুল রফিক মোল্লা (৩৯)। বাড়ি খড়দহের ঈশ্বরীপুরে। ঈশ্বরীপুর বলাগড় মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রফিকের একটি ভাতের হোটেল আছে।

EiSamay.Com 24 Jun 2019, 5:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: খড়দহে এক হোটেল মালিকের রহস্যমৃত্যু। মৃতের নাম আব্দুল রফিক মোল্লা (৩৯)। বাড়ি খড়দহের ঈশ্বরীপুরে। ঈশ্বরীপুর বলাগড় মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রফিকের একটি ভাতের হোটেল আছে। রবিবার সেই হোটেলের ভেতর থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকের অভিযোগ, পরিচিত কেউই রফিককে খুন করেছে। তদন্তে খড়দহ থানার পুলিশ।
EiSamay.Com হোটেল মালিক খুন
হোটেল মালিক খুন

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বেশ রমরমিয়েই চলত রফিকের হোটেল ব্যবসা। এই লাইন হোটেলে বিক্রি নেহাত মন্দ ছিল না।

বছর দুয়েক হল রাতে হোটেলেই শুচ্ছিলেন রফিক। কয়েকবার হোটেলে চুরি হওয়াতেই এমনটা করতেন তিনি। শনিবার রাতেও হোটেল বন্ধ করে ভিতরে শুয়ে পড়েন। সকালে হোটেলের কর্মচারী এসে অনেক ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পায়নি। সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আব্দুল রফিক মোল্লা। তড়িঘড়ি রফিকের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন। আসে খড়দহ থানার পুলিশও। ততক্ষণে মারা গিয়েছেন রফিক। রফিকের মাথার ডানদিকে ও মাঝখানে আঘাতের চিহ্ন রয়েছে। পাশে একটি ইট পড়েছিল। ওই ইট দিয়েই রফিককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। পরিবারের দাবি, হোটেলে রফিকের কাছে থাকা টাকাপয়সা ও রুপোর গয়না খোওয়া গিয়েছে।
রফিকের বোন মনোয়ারা বলেন, ‘দাদার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। তবেকিছুদিন আগে দাদার এক পরিচিত ইমিটেশনের চেনকে সোনা বলে দাদার থেকে তিন–চার হাজার টাকা নিয়ে যায়। দাদা পরে টাকা ফেরত চাইলে ঝামেলা বাধে। দিন পনেরো আগে লোকটা এসে দাদাকে মারধর করে।’ পুলিশ ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে। এক পুলিশ কর্তা বলেন, ‘ময়না-তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল