অ্যাপশহর

Madhyamik Exam 2023 : দুর্ঘটনায় মৃত্যু বাবার, চোখের জলে মাধ্যমিক কাশ্মীরের

ওডিশার কটকের কাছে জাজপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় বাবা মারা গেলেন, তারপরেই চোখের জল ফেলতে ফেলতে দিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা।

হাইলাইটস

  • উত্তর ২৪ পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়ার কাশ্মীর মণ্ডল তো আর অত পরিণত কেউ নয়। সে মাত্র ১৬ বছরের।
  • ছাত্র হিসেবে কাশ্মীর শনিবার তার সঙ্কল্প রক্ষা করল ঠিকই।
  • কিন্তু মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিল সে মনের সঙ্গে যুদ্ধ করে, চোখের জল ফেলতে ফেলতে এবং অনিচ্ছা সত্ত্বেও।
EiSamay.Com Odisha accident
দুর্ঘটনায় মৃত্যু বাবার
এই সময়, বসিরহাট: গল্পে-কাহিনিতে-রুপোলি পর্দায় দেখা যায়। যে কোনও মূল্যে সঙ্কল্পে অটুট থাকা। স্ত্রী মারা গিয়েছেন, তা সত্ত্বেও আগে কথা দিয়েছেন বলে আলোচনাচক্রে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক- একটু দেরিতে হলেও। কিংবা কথা দিয়েছিলেন বলেই ছাত্রদের সঙ্গে জোর ফুটবল ম্যাচ খেললেন শিক্ষক। তখন কে বুঝবে, একটু আগেই একমাত্র ছেলেকে শ্মশানে দাহ করে এসেছেন তিনি!
Madhyamik Exam 2023 : দাদুর শেষকৃত্যে মা-বাবা, পথ হারানো মাধ্যমিক পরীক্ষার্থীকে হলে পৌঁছে দিলেন পুলিশকাকু
কিন্তু উত্তর ২৪ পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়ার কাশ্মীর মণ্ডল তো আর অত পরিণত কেউ নয়। সে মাত্র ১৬ বছরের। ছাত্র হিসেবে কাশ্মীর শনিবার তার সঙ্কল্প রক্ষা করল ঠিকই। কিন্তু মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিল সে মনের সঙ্গে যুদ্ধ করে, চোখের জল ফেলতে ফেলতে এবং অনিচ্ছা সত্ত্বেও। পরীক্ষা শুরুর ঘণ্টা পাঁচ-সাড়ে পাঁচ আগে, সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়িতে খবর পৌঁছল, কাশ্মীরের বাবা সুরয মণ্ডল (৪৩) আর নেই।

Madhyamik Exam 2023 : মাধ্যমিকে বসার আগেই মর্মান্তিক পরিণতি শিলিগুড়ির মেধাবী ছাত্রের, পিষে দিল হাতি
পড়শি রাজ্য ওডিশার কটকের কাছে জাজপুরে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। সুরয যে ট্রাক চালাচ্ছিলেন, সেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রাকের। সুরয এবং ট্রাকে থাকা ধান্যকুড়িয়ারই ছ'জন শ্রমিকের সবাই শেষ। ওই খবর যখন ধান্যকুড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গলিতে ছোট, একতলা বাড়িটায় এসে পৌঁছল, কাশ্মীর তখন ভূগোলের বই-খাতায় ডুবে।

Madhyamik Exam 2023 : শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়নি, মনের জোরেই মাধ্যমিকে হুগলির মহসিনা
প্রথম কয়েক মুহূর্ত বিস্ময়, তার পরেই কান্না আর কান্না কাশ্মীরের। পড়া আর হলো না। কাশ্মীর ঠিক করেছিল, এ দিন পরীক্ষা দিতেই যাবে না। কিন্তু কয়েক জন প্রতিবেশী, শাসক দলের দলের কয়েক জন নেতা বুঝিয়েসুজিয়ে গাড়িতে করে ধান্যকুড়িয়া হাইস্কুলের ওই ছাত্রকে নিয়ে যান পাঁচ-ছ'কিলোমিটার দূরে বুনোরাটি হাইস্কুলে।

Madhyamik Examination 2023 : পরীক্ষা দিতে যাওয়ার আগে মাথায় ইঁট! হাসপাতালে বসেই মাধ্যমিক কিশোরের
এ দিন বেলা ১১টা নাগাদ ধান্যকুড়িয়া বাসস্ট্যান্ট সংলগ্ন ওই তল্লাটে যখন পৌঁছনো গেল, ওই নাবালককে নিয়ে ততক্ষণে প্রতিবেশীরা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন। পড়শিরা জানালেন, স্ত্রী নেফুরা বিবি, ছেলে কাশ্মীর ও মেয়ে জ্যোতি খাতুনকে নিয়ে ছোট্ট সংসার ছিল সুরযের। জ্যোতি একাদশ শ্রেণির ছাত্রী।

Madhyamik Exam : বৈকুণ্ঠপুরের ঘটনায় শিক্ষা, শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দিল বন দফতর
বাসিন্দা মদন বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'সুরযের অনেক স্বপ্ন ছিল ছেলে-মেয়েকে নিয়ে। ট্রাক চালিয়ে, উদয়াস্ত পরিশ্রম করে তাই ওদের পড়াচ্ছিলেন সুরয। উনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে।' মৃতের স্ত্রী নেফুরা বিবি বলছিলেন, 'শুক্রবার রাতে ট্রাক নিয়ে ওডিশায় রওনা হন আমার স্বামী। ওঁর গাড়িতে ওডিশা থেকে মুরগি আসত।

Ghatal News : 'বেশ করেছি প্রেম করেছি', মাধ্যমিক না দিয়ে নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে নাবালকের
কথা ছিল, সোমবার ফিরবেন। শনিবার সকালে ছেলে তখন পড়ছে। এক প্রতিবেশী এসে খবর দিলেন, ওঁর ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। কেউ বেঁচে নেই।' চোখ মুছতে মুছতে নেফুরা বিবি বলেন, 'ছেলে পরীক্ষা দিতে রাজিই হচ্ছিল না। প্রতিবেশীরা কোনও রকমে ওকে বুঝিয়েসুজিয়ে নিয়ে গিয়েছেন।'

Madhyamik Exam 2023 : অদম্য জেদেই জয়, সংসার ছেড়ে হিন্দু বন্ধুর সাহায্যে মাধ্যমিকে ৩০-র সখিনা
স্থানীয় সূত্রের খবর, এ দিন পরীক্ষা দিতে দিতে হল-এ মাঝেমধ্যেই কেঁদে ফেলেছে কাশ্মীর। বিকেলে বাড়ি ফিরে কাশ্মীর 'পরীক্ষা ভালো হয়েছে' বলেই কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে কাশ্মীরের একটাই প্রশ্ন, 'এ বার আমাদের কী হবে?'
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর