অ্যাপশহর

North 24 Parganas News: ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু ব্যক্তির, আগুন উত্তেজিত জনতার

ট্রাক্টরের (Tractor) ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গাইঘাটার (Gaighata) চাঁদপাড়া ফুলসারা কালীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার চাঁদপাড়া ফুলসারা কালীতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাটি কাটার কাজ চলছে। শনিবার বনগাঁর এক বাসিন্দা চৌগাছা থেকে ফুলসারা রোড দিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। তখন কালীতলা এলাকায় একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে।

Produced byMaitreyi Mukherjee | Lipi 19 Jun 2022, 2:26 am

হাইলাইটস

  • ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হওয়ায় তাতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা
  • ঘটনাটি ঘটেছে গাইঘাটা চাঁদপাড়া ফুলসারা কালীতলা এলাকায়
  • গাইঘাটা চাঁদপাড়া ফুলসারা কালীতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাটি কাটার কাজ চলছে
EiSamay.Com acci
ট্রাক্টরের (Tractor) ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল গাইঘাটার (Gaighata) চাঁদপাড়া ফুলসারা কালীতলা এলাকায়। ট্রাক্টরটিতে আগুন (Fire in Tractor) লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার চাঁদপাড়া ফুলসারা কালীতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাটি কাটার কাজ চলছে। ট্রাক্টরে করে সেই মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ, খরচ বাঁচানোর জন্য অপ্রশিক্ষণপ্রাপ্ত চালক (Untrained Driver) দিয়ে ট্রাক্টরগুলি চালাচ্ছেন মালিকরা। ফলে মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
South 24 parganas News: কাকদ্বীপে ট্রলারডুবি, উদ্ধার ১৮ মৎস্যজীবী
শনিবার বনগাঁর এক বাসিন্দা চৌগাছা থেকে ফুলসারা রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন কালীতলা এলাকায় একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। তাঁকে ঠাকুরনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ পরে উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ।
Agnipath প্রকল্পের কড়া সমালোচনা Arjun Singh-এর

ভবেশ দত্ত নামে স্থানীয় এক বাসিন্দার দাবি, ‘‘দীর্ঘদিন ধরে এখানে একটা ভেড়ি কাটা হচ্ছে ৷ ট্রলি করে মাটি কেটে নিয়ে যাচ্ছে ৷ পুরনো চালকদের বাদ দিয়ে অল্প বয়সি ছেলেদের দিয়ে গাড়ি চালানোর কাজ করাচ্ছে ৷ এরা কেউ লাইেসন্সপ্রাপ্ত নয় ৷ কয়েকদিন আগেই দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন । প্রাতঃভ্রমণে যাঁরা বের হন, তাঁরাও দুর্ঘটনার শিকার হয়েছেন ৷ এদিন একজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন৷ এই বেআইনি ট্রলির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ৷ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছেন ৷’’
Abhishek Banerjee: "...ফাঁদে পা দেব না", দলীয় কর্মীদের বিনয়ী হওয়ার বার্তা অভিষেকের

শ্যামল মণ্ডল নামে আর এক বাসিন্দার দাবি, ‘‘ভেরি কাটার জন্য দীর্ঘদিন ধরেই এখানে একটা ট্রাক্টর চলছে৷ বারণ করা সত্ত্বেও শোনে না ৷ সাতদিন আগে একজনের পা ভেঙেছে ৷ পুলিশ এসেছিল কিন্তু কোনও পদক্ষেপ করেনি৷’’ এই ট্রাক্টর চলাচল বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী৷ মৃতের পরিবারকে যথাযথ সাহায্যের জন্য প্রশাসনের কাছে দাবিও জানানো হয়েছে ৷ এই ট্রলি মালিকদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি এলাকাবাসীর ৷
লেখকের সম্পর্কে জানুন
Maitreyi Mukherjee

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল