অ্যাপশহর

ডেটলাইন দ. ২৪ পরগনা: ১৭ ঘণ্টা পড়ে দেহ, মুখ ফেরাল পরিবারও

জ্বর, সর্দি, কাশিতে ভুগতে থাকা ব্যক্তির আকস্মিক মৃত্যুতে করোনার আতঙ্ক ছড়াল এলাকায়। বাড়িতেই ১৭ ঘণ্টা মেঝেতেই পড়ে রইল দেহ।

EiSamay.Com 11 Aug 2020, 9:41 am
এই সময়, ক্যানিং: জ্বর, সর্দি, কাশিতে ভুগতে থাকা এক ব্যক্তির আকস্মিক মৃত্যুতে করোনার আতঙ্ক ছড়াল এলাকায়। তার জেরে বাড়িতেই ১৭ ঘণ্টা মেঝেতেই পড়ে রইল দেহ। সংক্রমিত হওয়ার ভয়ে পরিবারের লোকজন কিংবা পাড়া-পড়শিরাও এগিয়ে না আসায় শেষমেশ প্রশাসনের হস্তক্ষেপে দেহটি নিয়ে যাওয়া হয় সৎকারের জন্য। সোমবার ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙা বাজার সংলগ্ন গ্রামে। স্থানীয় বাসিন্দা বছর পঞ্চাশের সঞ্জিত নস্কর পেশায় বাঘাযতীনের একটি বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ড। কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। দিন তিনেক আগে ফিরে এসেছিলেন গ্রামের বাড়িতে।
EiSamay.Com kolkata nobody touched the body for 18 hours, family also turned away for coronavirus scare
প্রতীকী ছবি।


রবিবার রাতে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেও পরিবারের সদস্যরাও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়নি। গভীর রাতে বাড়ির মেঝেতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবরে এলাকায় করোনার গুজব ছড়িয়ে পড়ে। রীতিমতো একঘরে হয়ে পড়ে মৃতের পরিবারের লোকজন। বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ক্যানিং থানাকেও জানালেও মৃতদেহ সৎকার করা নিয়ে শুরু হয় দীর্ঘ টালবাহানা। দীর্ঘ ১৭ ঘণ্টা পর বিষয়টি নজরে আসতেই ক্যানিং থানার আইসি অমিত হাতিকে নিয়ে ঘটনাস্থলে যান ক্যানিং ১ ব্লকের বিডিও নীলাদ্রিশেখর দে। বিডিও-র হস্তক্ষেপেই দু'জন ডোম এসে মৃতদেহটি ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু তার পরেও শেষ যাত্রায় সঞ্জিতের পাশে আসেননি পরিবারের কেউ। পড়শিরাও মুখ ফিরিয়ে থাকেন। মৃতের স্ত্রী সৌরভী নস্কর বলেন, 'রবিবার সন্ধ্যা থেকেই প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে স্বামীর। শেষে ঘরের মধ্যেই মারা গেল মানুষটা। করোনায় মৃত্যু হয়েছে এই সন্দেহে পরিবারের বাকি সদস্যরাও বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়।'

ক্যানিংয়ের বিডিও নীলাদ্রি শেখর দে বলেন, 'মানুষ অহেতুক করোনা আতঙ্কে ভুগছে। একজন মানুষ বিনা চিকিৎসায় বাড়িতে মারা গেলেন। দেহ সৎকার করতে কেউ এগিয়ে না আসায় আমরা প্রশাসনের তরফে তা সৎকার করতে পাঠিয়েছি।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল