অ্যাপশহর

ফের ভুয়ো IPS অফিসারের খোঁজ, লক্ষাধিক টাকার প্রতারণায় গ্রেফতার ১

আবারও এক ভুয়ো IPS অফিসারের হদিশ। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীদের হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। IPS অফিসারের নকল পোশাকও উদ্ধার হয়েছে।

Lipi 28 Sep 2021, 7:15 am
এই সময় ডিজিটাল ডেস্ক : ফের ভুয়ো IPS অফিসারের খোঁজ! এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের হাটখোলা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ। সে নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক প্রতারণা করেছে বলে অভিযোগ।
EiSamay.Com Police
ফাইল ফটো


পুলিশ জানায়, ধৃতের নাম রাজু দেবনাথ। দত্তপুকুর হাটখোলার বাসিন্দা রাজু দেবনাথ নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে ঘুরে বেড়াত এবং ব্যবসায়ীদের হুমকি দিয়ে লাখ-লাখ টাকা নিত বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ রবিবার গভীর রাতে দত্তপুকুর হাটখোলা এলাকায় রাজুর বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে IPS অফিসারের নকল পোশাকও উদ্ধার হয়েছে।

রাজু দেবনাথ কতদিন ধরে IPS অফিসারের পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা চালাচ্ছে, কতজনের সঙ্গে প্রতারণা করেছে, কত টাকা প্রতারণা করেছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ পুলিশ।

জুয়ার ঠেকের প্রতিবাদ করায় যুবককে খুনের হুমকি
সোমবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বেলঘড়িয়া থানার পুলিশ। রাজুকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা কাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চায় পুলিশ। রাজুর এই প্রতারণা কাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।

উল্লেখ্য, মাস দুয়েক আগে দক্ষিণ কলকাতার কসবায় ভুয়ো টিকাকাণ্ডে ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবের গ্রেফতারির পর থেকেই একের পর এক ভুয়ো আধিকারিকের পর্দা ফাঁস হয়। সেই তালিকায় ভুয়ো মানবাধিকার কমিশনের কর্মী, ভুয়ো আইনজীবী, ভুয়ো সাংবাদিক থেকে শুরু করে ভুয়ো IPS অফিসারও রয়েছে। গত মাসেও কলকাতা থেকে অঙ্কিত কুমার সিং নামে এক ভুয়ো IPS অফিসার গ্রেফতার হয়েছিল। সে নিজেকে সাইবার ক্রাইম থানার অফিসার পরিচয় দিয়ে অনেকের সঙ্গে লক্ষাধিক টাকার আর্থিক প্রতারণা করেছে বলে অভিযোগ।

ছিল সেনায় যোগ দেওয়ার স্বপ্ন, কসরত শেষে নদীতে নেমে তলিয়ে গেল ছাত্র
তার আগে জুলাইয়ের শেষে ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবের গ্রেফতারির পরেই রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই নামে এক ভুয়ো IPS অফিসার গ্রেফতার হয়। রাজর্ষি নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে নীলবাতি লাগানো গাড়িতে করে ঘুরে বেড়াত এবং অনেক ব্যবসায়ীকে হুমকি দিয়ে আর্থিক প্রতারণা করেছে বলে অভিযোগ। একবালপুরের এক ব্যবসায়ীকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল