অ্যাপশহর

কুমিরে টেনে নিয়ে গেল ধীবরকে, পুকুরেও বিপদ

পুলিশ জানিয়েছে নিখোঁজ মৎস্যজীবীর নাম বিষ্ণুপদ সাঁতরা (৭০)। এ দিন তাঁর স্ত্রীর চিৎকারে নদীর পাড়ে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ও রামগঙ্গা রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

Ei Samay 25 Jun 2020, 10:17 pm
এই সময়: বুধবার সাত সকালে বনদপ্তরের পাতা জালে পাথরপ্রতিমার জি প্লটের কৃষ্ণদাসপুরের কলোনিপাড়ার লোকালয়ের পুকুর থেকে ধরা পড়ল একটি কুমির। আবার এ দিনই গোপালনগরের দুর্গাগোবিন্দপুরে গোবদিয়া নদীতে মাছ ধরতে গিয়ে স্ত্রীর চোখের সামনেই কুমিরে টেনে নিয়ে গেল এক বৃদ্ধ ধীবরকে।
EiSamay.Com জি প্লটে ধরা পড়া সেই কুমির --- এই সময়
জি প্লটে ধরা পড়া সেই কুমির --- এই সময়


পুলিশ জানিয়েছে নিখোঁজ মৎস্যজীবীর নাম বিষ্ণুপদ সাঁতরা (৭০)। এ দিন তাঁর স্ত্রীর চিৎকারে নদীর পাড়ে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ ও রামগঙ্গা রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শারীরিক সক্ষমতা কম থাকায় সহজেই কুমির জাল-সহ বৃদ্ধকে নদীর গভীরে টেনে নিয়ে যেতে পেরেছে বলে বনকর্মী ও পুলিশের প্রাথমিক অনুমান। বিষ্ণুপদর খোঁজে পুলিশ ও বনদপ্তরের পক্ষ থেকে দু’টি লঞ্চে করে নদী ও আশেপাশের খাঁড়িগুলোতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এ দিন সন্ধে পর্যন্ত বৃদ্ধের কোনও খোঁজ মেলেনি। অন্যদিকে, ধরা পড়া কুমিরটিকে চিকিৎসার পর সুন্দরবনের গভীরে ধঞ্চির জঙ্গলের কাছাকাছি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।

নদীতে মাছ ধরেই সংসার চালাতেন বিষ্ণুপদ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে মাছ ধরা অনিয়মিত হয়ে গিয়েছিল। ছেলেই নদীতে জাল টেনে মাছ ধরতেন। বাড়িতে খাওয়ার জন্য এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ বিষ্ণুপদ জাল নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে গোবদিয়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী মঞ্জুরীও। নদীতে নেমে বুক জলে জাল টানছিলেন বিষ্ণুপদ। পাড়েই মাছ রাখার বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী মঞ্জুরী। জালের দড়ির ফাঁস হাতে জড়ানো ছিল বৃদ্ধের। বেশ কয়েকবার জাল টানার পর কোনও মাছ না মেলায় কিছুটা হতাশ হয়েছিলেন বৃদ্ধ দম্পতি। মঞ্জুরী জানান, ‘নদীর পাড় বরাবর শ্মশানঘাটের পাশেই জাল টানার সময় আচমকা পায়ে কামড় খেয়ে ও চিৎকার করে ওঠে। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে জাল-সহ স্বামীকে টেনে নিয়ে চলে যায় কুমির।’

মঞ্জুরী স্বামীকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করলে পাশেই ভুটভুটিতে করে মাছ ধরতে থাকা একদল মৎস্যজীবী এগিয়ে আসেন। মৎস্যজীবীরা নদীতে জাল টানা দিলেও বিষ্ণুপদর খোঁজ মেলেনি। ঘটনায় ভেঙে পড়েছেন সাঁতরা পরিবারের সদস্যরা। উম্পুনের ঝাপটায় পাথরপ্রতিমার বিস্তীর্ণ এলাকায় ভেঙে যাওয়া নদীবাঁধ মেরামতের কাজ চললেও, বহু বাঁধ এখনও বেহাল। সেই বেহাল বাঁধ টপকেই খাঁড়ি ও লোকালয়ের পুকুরে কুমিরের আনাগোনা বাড়তে থাকায় আতঙ্কিত দ্বীপাঞ্চলের বাসিন্দারাও।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল