অ্যাপশহর

সুরের আয়োজনেই পণ্ডিতের জন্মদিন শহরে

সুরের মূর্চ্ছনায় রবিবার মেতে উঠবে শহর। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত দীননাথ মিশ্রের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হবে এক বিশেষ সঙ্গীত-সন্ধ্যার।

EiSamay.Com 10 Nov 2018, 4:19 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুরের মূর্চ্ছনায় রবিবার মেতে উঠবে শহর। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত দীননাথ মিশ্রের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হবে এক বিশেষ সঙ্গীত-সন্ধ্যার। দমদম সুরের মাঠের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তানচক্র মিউজিক সোসাইটি। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই সঙ্গীতের আসর।
EiSamay.Com dinanath mishra
পণ্ডিত দীননাথ মিশ্র


পণ্ডিত দীননাথ মিশ্র ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রী অনুব্রত চট্টোপাধ্যায়, পণ্ডিত ভোলানাথ মিশ্র, পণ্ডিত কালীনাথ মিশ্র, শ্রী হিরন্ময় মিত্র, শ্রী জয়শঙ্কর মিশ্র, শ্রী মঙ্গল মিশ্র। এছাড়াও থাকবেন শ্রীমতি স্নেহলতা মিশ্র, শ্রী খগেশ কীর্তনিয়া এবং শ্রী রাহুল চক্রবর্তী।

পণ্ডিতজির সঙ্গে ছাত্র রাহুল চক্রবর্তী


উত্তরপ্রদেশের আজমগড়ে ১৯৯৪৩ সালে জন্ম পণ্ডিত দীননাথ মিশ্রের। পরিবারের সঙ্গে সঙ্গীত ছিল অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে। পাঁচ বছর বয়স থেকে নিজের মায়ের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন দীননাথ মিশ্র। বাবা ছিলেন বেনারস ঘরানার প্রবাদপ্রতিম শিল্পী সঙ্গীতাচার্য পণ্ডিত সুখদেও মহারাজের যোগ্য শিষ্য পণ্ডিত রাখাল মিশ্র জি। খেয়াল এবং ঠুমরিতে দীর্ঘদিন তালিম নিয়েছেন লখনউ-এর সঙ্গীতাচার্য চিন্ময় লাহিড়ীর কাছে। বর্তমানে তাঁর বাসভবন দমদম মতিঝিল এলাকায়।

তাঁর একাধিক ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন প্রান্তে শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানায় প্রতিষ্ঠা লাভ করেছেন। দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওর একাধিক ন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন পণ্ডিত দীননাথ মিশ্র। অল ইন্ডিয়া তানসেন মিউজিক কনফারেন্স, সদারঙ্গ মিউজিক কনফারেন্স, পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি, রাগিনী মিউজিক কনফারেন্সের মতো একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল