অ্যাপশহর

উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা প্রকাশ্যে এনেছেন জন বার্লা, দাবি শান্তনু ঠাকুরের

শুক্রবার বারাসতে একটি রক্তদান শিবিরে এসে আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বার্লার পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর...

Lipi 26 Jun 2021, 1:49 am
এই সময় ডিজিটাল ডেস্ক : উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা প্রকাশ্যে এনেছেন সাংসদ জন বার্লা। শুক্রবার বারাসতে একটি রক্তদান শিবিরে এসে আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বার্লার পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, 'রাজ্যভাগ এবং উত্তরবঙ্গকে স্বতন্ত্র রাজ্য হিসেবে স্বীকৃতি নিয়ে জন বার্লার মন্তব্য তাঁর ব্যক্তিগত। তবে উত্তরবঙ্গের মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে, সেটা তিনি উত্তরবঙ্গের মানুষের প্রতিনিধি হিসেবে সবার সামনে প্রকাশ করছেন।'অন্যদিকে, PAC চেয়ারম্যান ইস্যু নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শান্তনু ঠাকুর।
EiSamay.Com shantanu thakur

শুভেন্দু অধিকারী নাকি মুকুল রায়- কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হবেন, তা নিয়ে জল্পনা চললেও বিতর্ক বাড়িয়ে লাভ নেই বলে দাবি জানান তিনি। BJP সাংসদের কথায়, 'আইনগতভাবে যাঁর ওই স্থান প্রাপ্য তিনিই ওই স্থানের ন্যায্য অধিকারী হবেন।' ভ্যাকসিন বিতর্ক নিয়েও এদিন মুখ খোলেন BJP সাংসদ শান্তনু ঠাকুর। ভ্যাকসিন-দুর্নীতি প্রসঙ্গে সরাসরি তৃণমূলকে তোপ দেগে তিনি বলেন, 'শুনছি দোকানেও বিক্রি হচ্ছে ভ্যাকসিন। এব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।' বিষয়টি রাজ্যপাল ও প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে বলে BJP সাংসদ জানান। রাজ্যপাল ও অন্যান্য BJP নেতাদের সুরে এদিন শান্তনু ঠাকুরও রক্তদান শিবির থেকে ভোট পরবর্তী হিংসা ও তৃণমূলের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি নিয়ে সরব হন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল