অ্যাপশহর

প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে, ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন BJP প্রার্থী?

'২ টাকা কেজির চাল ফুটছে সাড়ে আটশো টাকার গ্যাসে'। প্রচারে বেরিয়ে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন BJP প্রার্থী রাজশ্রী রাজবংশী (Rajshree Rajbanshi)। এরপরই এই সময় ডিজিটালের সামনে মুখ খুললেন প্রার্থী।

Lipi 12 Apr 2021, 4:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'পেট্রোল ১০০, গ্যাসের দাম ৮৫০, গ্যাসের দাম কত? গ্যাসের দাম সাড়ে আটশো, ২টাকা কেজি চাল ফুটছে সাড়ে আটশো টাকার গ্যাসে, লজ্জা করেনা?' এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দৃশ্যটি মধ্যমগ্রাম বিধানসভার রোহন্ডা চন্ডিগড় এলাকার।মধ্যমগ্রামের BJP প্রার্থী রাজশ্রী রাজবংশী হুট খোলা টোটো করে ওই এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার একাধিক মানুষ প্রার্থীকে ঘিরে এমনভাবেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনায় কী প্রতিক্রিয়া প্রার্থীর? এই সময় ডিজিটালকে সাক্ষাৎকালে জানালেন রাজশ্রী রাজবংশী।
EiSamay.Com RAJSHREE RAJBANSHI
রাজশ্রী রাজবংশী।


রোহন্ডা এলাকায় আপনার সঙ্গে যা হল, তার জন্য কাকে দায়ী করবেন?

রাজশ্রী রাজবংশীর উত্তর: অবশ্যই এরা শাসক দলের। আমাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছে। আমাদের লোকজনকে হুমকি দিয়েছে।

মধ্যমগ্রাম বিধানসভার সব জায়গায় তো আপনি প্রচার করলেন, আর কোথাও আপনার সঙ্গে এই ধরণের ঘটনা ঘটছে ?

রাজশ্রী রাজবংশীর উত্তর: রোহন্ডা, নীলগঞ্জ এলাকা সহ মধ্যমগ্রামের বেশ কিছু জায়াগায় এমন হুমকি চলছে। এছাড়াও আমাদের ব্যানার,ফেস্টুন দলীও পতাকা ছিড়ে ফেলা হচ্ছে। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রতিদিনই হচ্ছে।

পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধি নিয়ে আপনার কাছেই কেন উড়ে এল?

রাজশ্রী রাজবংশীর উত্তর: এখন একটা খারাপ সময় চলছে। এই সময়টা চলে গেলে আশা করছি এই সমস্যাটা চলে যাবে।

ক্ষমতায় আসার পর মানুষের এই দাবিগুলো নিয়ে আপনি কেন্দ্রের কাছে কোনও অনুরোধ রাখবেন ?

রাজশ্রী রাজবংশীর উত্তর: অবশ্যই অনুরোধ রাখবো। সাধারণ মানুষের সমস্যা এটা। তবে আমার মনে হয়ে এই সমস্যাটা একদম মিটে যাবে করোনা ঠিক হয়ে গেলে। তার জন্য আমরা সবাই লড়াই চালিয়ে যাচ্ছি। যদিও ভ্যাকসিন এসেছে।

আপনাকে মধ্যমগ্রামে প্রচারে বেরিয়ে এইভাবে বিক্ষোভের মুখে পরতে হল, কী মনে হয় মধ্যমগ্রামে আগামী ১৭ই এপ্রিল কী হতে চলেছে রাজনৈতিক সমীকরণ?

রাজশ্রী রাজবংশীর উত্তর: আসলে শাসক দলের নেতা নেত্রীরা বুঝে গিয়েছে, আমরা আসতে চলেছি। সাধারণ মানুষ এখন ক্ষমতায় আসতে চলেছে। সেই কারণে ওরা ভয় পাচ্ছে,আর সেই কারণে এইগুলো করছে। আমি ওদেরকে বলি এইগুলো করে কোনও লাভ নেই।

কতটা প্রভাব ফেলতে পারে আব্বাস সিদ্দিকির ISF ?

রাজশ্রী রাজবংশীর উত্তর: আব্বাস আমদের উপরে কোনও প্রভাব ফেলতে পারবেন না। তবে তৃণমূলে অনেকটাই প্রভাব পড়বে।

আপনার প্রধান প্রতিপক্ষ দু'বারের বিধায়ক রথীন ঘোষ, আর অন্যদিকে সংযুক্ত মোর্চার ISF মনোনীত প্রার্থী বিশ্বজিৎ মাইতি। মধ্যমগ্রাম বিধানসভা এলাকায় একটা ভালো অংশের সংখ্যালঘু ভোট আছে। সেই ভোট কোনও ভাবে BJP-র দিকে আসতে পারে?

রাজশ্রী রাজবংশীর উত্তর: সংখ্যালঘু ভোট যেটা আছে সেটা BJP-র দিকে তো আছে। তবে BJP-র দিকে যা ছিল তাই থাকবে। কিন্তু তৃণমূলের দিকে যা ছিল এবার সেটা কাটা পরবে অবশ্যই। এটাতে তৃণমূলের ক্ষতি হবে, BJP-র কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল