অ্যাপশহর

Trinamool Congress : 'অভিষেকের বিরুদ্ধে কথা বললে জিভ ছিঁড়ে নেব', বিস্ফোরক তৃণমূল নেতা

ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারের মন্তব্য নিয়ে বিতর্ক। বিরোধীদের জিভ টেনে নেওয়ার নিদান দিয়েছেন তিনি।

Produced byঅরিজিৎ দে | Lipi 27 Mar 2023, 9:35 pm
অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন। অগস্ট মাস থেকে জেলবন্দি থাকার পরও তাঁর বিরুদ্ধে এখনও কোনও কড়া পদক্ষেপের পথে হাঁটেনি তৃণমূল। কিন্তু রাজনীতিতে তিনি এখনও প্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় অনুব্রত মণ্ডল তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করল কংগ্রেস। কংগ্রেসের এমন মনে হওয়ার কারণ উত্তর ব্যারাকপুরের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সম্রাট তপাদারের একটি মন্তব্য।
EiSamay.Com Samrat Tapadar News
তৃণমূল নেতা সম্রাট তপদার। নিজস্ব ছবি।


Anubrata Mondal Satabdi Roy: 'মিস করছি না ...', তিহাড়ে বন্দি কেষ্টকে নিয়ে বেফাঁস মন্তব্য করেই ভোলবদল শতাব্দীর
বুধবার ধর্মতলার শহিদ মিনার চত্বের ছাত্র যুব সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় উত্তর ব্যারাকপুর পৌর এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল কাউন্সিলকর। সম্রাট বলেন, "মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে এসেছিলাম, সে নিজেকে বাঁচানোর জন্য অন্য দলে চলে গেলে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পাশে ছিলেন। আমাকে একাধিক দায়িত্ব দিয়েছেন। যিনি দুর্দিনে পাশে ছিলেন তাঁকে কখনও ভুলে যাব না।"

Anubrata Mondal in Tihar: জেলে ভাষা সমস্যা, হন্যে হয়ে অনুব্রতর জন্য দোভাষী খুঁজছে তিহাড় কর্তৃপক্ষ
একপরই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, "আমি বেইমান হয়ে মরে যেতে চাই না। অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তাঁকে চ্যালেঞ্জ করছে। একদিন লাগবে শায়েস্তা করতে। যাঁরা অভিষেকের বিরুদ্ধে কথা বলে তাঁদের জিভ টেনে নেওয়াক সময় এসেছে। অনেক রবীন্দ্র সংগীত বাজানো হয়ে গিয়েছে। আমার নেতানেত্রীকে গাল দেবেন, আর আমরা মালা পরাব, সেই সময় চলে গিয়েছে।"

এই মন্তব্যের পরিপেক্ষিতে প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায় বলেন, "অনুব্রত মণ্ডল এখন দিল্লি চলে গিয়েছে। তিহাড় জেলে নকুলদানা, গুড় বাতাসা খাচ্ছে। তাই তৃণমূল এখন নতুন প্রকল্প চালু করেছে, দুয়ারে, পাড়ায় পাড়ায় নতুন অনুব্রত। সম্রাট তপাদাররা সেই পাড়ায় পাড়ায় নতুন অনুব্রত। এর আগে ইদ্রিস আলি, এমন হুমকি দিয়েছেন। এবার সম্রাট তপাদার বললেন। এর আগে আব্দুল করিম চৌধুরী বলেছেন। এইধরনের কথা শুধুমাত্র কুরুচিকর নয়, এই ভাষা সন্ত্রাসবাদীদে মতো ভাষা।"

Anubrata Mondal Daughter : 'মেয়েটা বাড়িতে একা, খোঁজ -খবর রাখিস', কেষ্ট-কন্যা সুকন্যাকে দেখভালের পরামর্শ মমতার
তিনি আরও বলেন, "কোন ভাষায় রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলা উচিত আর কোন ভাষায় চায়ের দোকানে বসে প্রয়োগ করা যায় এবং কোন ভাষায় পাড়ার লোফার মস্তান তোলাবাজ প্রয়োগ করে এই তফাৎটা এই ধরনের নেতাদের বোঝা উচিৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজনৈতিক ভাবে এমন কোন কাজ করে থাকে যার ফলে বাংলার মানুষ যুবসমাজ ক্ষতিগ্রস্ত হবে,তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারব না।"
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন

পরের খবর