অ্যাপশহর

Kakoli Ghosh Dastidar: বারাসতে কাকলির প্রচারে 'থিম সং', গানে গানেই উন্নয়নের বার্তা

লোকসভা নির্বাচনে এবার কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে থিম সং তৈরি করা হল। তাঁর জনকল্যাণমূলক পদক্ষেপ এবং উন্নয়নের বার্তা এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে তা রিলিজ করা হবে। ভোটপ্রচারে এই অভিনব পন্থায় ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঠিক কী জানা যাচ্ছে?

Produced byতুহিনা মণ্ডল | Lipi 28 Mar 2024, 11:56 am

হাইলাইটস

  • ২০০৯ সাল থেকে তিনি জয়ের ধারা অব্যাহত রেখেছেন।
  • এবারও বারাসত লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা 'টেস্টেড সৈনিক' কাকলি ঘোষ দস্তিদার।
  • এবার তাঁর ভোটপ্রচারে অভিনব পন্থা- তৈরি করা হচ্ছে 'থিম সং'।
'বার বার চারবার' কাকলি ঘোষ দস্তিদারের নির্বাচনী প্রচারে থিম সং
২০০৯ সাল থেকে তিনি জয়ের ধারা অব্যাহত রেখেছেন। এবারও বারাসত লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা 'টেস্টেড সৈনিক' কাকলি ঘোষ দস্তিদার। এবার তাঁর ভোটপ্রচারে অভিনব পন্থা- তৈরি করা হচ্ছে 'থিম সং'। এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন টলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার এবং বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পাল।
ইতিমধ্যেই শেষ হয়েছে সেই গানের রেকর্ডিং। খুব শীঘ্রই তা ভিডিয়ো আকারে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। তাঁর নির্বাচনী প্রচারের জন্য তৈরি হয়েছে একটি থিম সং', যার নাম 'বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার'।

গানটি লিখেছেন ছাত্র নেতা সোহম নিজেই। নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের উন্নয়নমূলক কাজগুলি সাধারণ মানুষের কাছে সহজ সরল ভাবে পৌঁছে দেওয়াই এই গানের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালের লোকসভায় নির্বাচনী প্রচারে 'থিম সং'-এর ব্যবহার নিঃসন্দেহে অভিনব। গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন গানের নির্মাতা থেকে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা।

গানে উল্লেখ রয়েছে এই বিদায়ী সাংসদের উন্নয়নমূলক নানান পদক্ষেপের কথা। বারাসত শহরকে আলোকিত করা, বারাসতের জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তরিত করা, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, সড়ক উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সহ নানা কাজ তুলে ধরা হয়েছে এই থিম সং-এর মাধ্যমে।

থিম সংটির জন্য একাধিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে। নির্মাতাদের দাবি, 'সুর থেকে শুরু করে বাদ্যযন্ত্র-সমস্ত দিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। গানটি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে।’

Barasat BJP Candidate : তৃণমূল নেতাদের এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন, সেই স্বপনই বারাসতে BJP-র প্রার্থী

ইতিমধ্যেই গানটি বিভিন্ন প্রচার মাধ্যমে রিলিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেখানে মানুষের ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি তৃণমূলের কর্মী সমর্থকদের। জেলার তৃণমূল কংগ্রেস নেতাদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে গত পাঁচ বছরে নিজের এলাকায় একাধিক উন্নয়ন করেছেন কাকলি ঘোষ দস্তিদার। এলাকাবাসীর সুখ, দুঃখে তাঁদের পাশে থেকেছেন। এই থিম সংয়ের মাধ্যমে সেই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।
লেখকের সম্পর্কে জানুন
তুহিনা মণ্ডল
তুহিনা মণ্ডল ২ বছরেরও বেশি সময় ধরে Ei Samay Digital-এ ডিজিটাল কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করেছেন। তিনি 'খাস খবর' নামে এক পাক্ষিক পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার সময় তিনি বাংলা সংবাদপত্র 'দৈনিক স্টেটসম্যান'-এ রিপোর্টার হিসেবে কাজ করেন। ডিজিটালাইজেশনের যুগে কর্মজীবনকে নতুন দিশা দেওয়ার উদ্দেশে তিনি Ei Samay Digital-এ যোগ দেন। ডিজিটাল মাধ্যমের বিভিন্ন খবর তাঁর নিয়মিত চর্চার মধ্যে পড়ে। পাঠককে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে তিনি সদা সচেষ্ট থাকেন। অবসর সময়ে তিনি বইপত্র পড়া এবং বেড়াতে ভালোবাসেন।... আরও পড়ুন

পরের খবর