অ্যাপশহর

Arjun Singh: পরিকাঠামো নিয়ে অভিযোগ, আচমকা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে সাংসদ অর্জুন সিং

ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো নিয়ে অভিযোগ তৃণমূল সাংসদ ভাটপাড়্রার নেতা অর্জুন সিংয়ের। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পর্যালোচনা বৈঠকে সম্প্রতি বেশ কিছু জায়গার পরিকাঠামো নিয়ে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Produced byএলিনা দত্ত | Lipi 6 Dec 2022, 3:19 am
Bhatpara News সোমবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল (Bhatpara State General Hospital) পরিদর্শনে এলেন সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh) ৷ হাসপাতালে এসেই পরিকাঠামো (Infrastructure) নষ্ট হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি এবং তা ঠিক করার কাজ চলছে বলেও দাবি করেন৷ উল্লেখ্য, দিনকয়েক আগেই রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পর্যালোচনা বৈঠকে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
EiSamay.Com arjun singh


এদিন সকালে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সুপারের কাছ থেকে হাসপাতালের যাবতীয় সমস্যা জেনে নেওয়ার পাশাপাশি এক্সরে ও USG মেশিন সহ প্রয়োজনীয় সরঞ্জাম সাংসদ তহবিলের অর্থে কিনে দেওয়ার প্রতিশ্রুতিও দেন৷ হাসপাতালের মান-উন্নয়নের জন্য সবরকম সাহায্যের আশ্বাস দেন সাংসদ।

এদিন হাসপাতাল পরিদর্শন করে বেরিয়ে তিনি বলেন, ‘‘নানা রকম সমস্যা উনি বলেছেন, সেটা নিয়ে আমরা সরকারের সঙ্গে কথা বলব৷ কিছু প্রস্তাব আমি দিয়েছি, জিনিসপত্র যদি কিনে দেওয়া যেতে পারে, সেটা দেখছি৷ কিন্তু সরকারের থেকে যদি অনুমতি নেওয়া যেতে পারে PPP মডেলে করার তাহলেই সুবিধা হবে৷’’ এখানে ম্যান পাওয়ার সেরকম নেই এবং হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা নিয়ে খুব সমস্যা হচ্ছে বলেও জানান তিনি৷ তবে এব্যাপারটি নিয়েও কিছু করার ব্যাপারে তিনি চিন্তাভাবনা করবেন বলেও জানান৷

আধিকারিকদের কড়া হওয়ার নির্দেশ দেন তৃণমূল সাংসদ৷ এখানেই থেমে না থেকে রেফার কেসে কতজন প্রসূতির মৃত্যু হয়েছে, সেগুলো খতিয়ে দেখার নির্দেশ দেন এবং যারা রেফার করছেন তাঁদের দায়িত্ব নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে কোথাও কোনও রকম গাফিলতি যাতে না হয়, সেজন্য নজর দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচিবকে আচমকা পরিদর্শনে যাওয়ারও নির্দেশ দেন তিনি। আর তারপরই সোমবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান অর্জুন সিং (Arjun Singh)৷

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর