অ্যাপশহর

নেতাজি আবেগ উস্কে নির্বাচনী প্রচার শুরু BJP প্রার্থী অঞ্জনা বসুর

নাম ঘোষণা হতেই শুরু জোরকদমে প্রচার... প্রতিপক্ষকে কুৎসিত আক্রমণ করার বদলে বরং দেখন স্নেহের চোখে... নেতাজি আবেগকে সঙ্গী করেই শুরু একুশের প্রচার অভিযান...

EiSamay.Com 16 Mar 2021, 1:48 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নাম ঘোষণার পরেই নেতাজিকে প্রণাম জানিয়ে সোনারপুরে প্রচার শুরু অঞ্জনা বসুর (Anjana Basu)। সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে এসে নেতাজিকে প্রণাম জানিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী রুপোলি পর্দার তারকা অঞ্জনা বসু ৷
EiSamay.Com anjana basu
Anjana Basu


সোমবার বিকেল চারটা নাগাদ BJP প্রার্থী প্রথমেই আসেন কোদালিয়ায় ৷ তার আসার খবরে সেখানে আগে থেকেই উপস্থিত হন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের BJP কর্মীরা ৷ দক্ষিণ চব্বিশ পরগনা BJPর পুর্ব সাংগঠনিক জেলা সভাপতি সুনীপ দাসও এসে উপস্থিত হন ৷ কর্মীদের সাথে নিয়েই তিনি হাজির হন নেতাজীর পৈতৃক ভিটেতে ৷ ঘুরে দেখেন নেতাজীর স্মৃতি বিজড়িত ঘর ও তার ব্যবহৃত জিনিসপত্র ৷ এখানে দাঁড়িয়েই দলীয় কর্মীদের অনুরোধে তাদের সাথে ছবি তোলার আবদার মেটান হাসিমুখে ৷ পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজপুর, সোনারপুর ইতিহাসের কথা বলে ৷ এই পবিত্রভুমিকে প্রণাম জানিয়েই তিনি তার এলাকার মানুষজনদের চিনতে শুরু করবেন বলে জানান ৷ নেতাজি সুভাষ চন্দ্র বসু বাঙালীর শিক্ষা, সংস্কৃতি, নীতি আদর্শের ধারক ও বাহক বলে জানান তিনি ৷ তাই তাঁকে প্রণাম জানিয়েই তিনি নির্বাচনী প্রচার শুরু করলেন ৷ এখানে এসে তার গায়ে কাঁটা দিচ্ছে বলে জানান তিনি ৷

কলকাতা থেকে ধৃত পাক জঙ্গি! ১২ বছর পর সাজা ঘোষণা

প্রতিপক্ষ টেলিভিশন জগতের আরেক অভিনেত্রী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র ৷ নিজের প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, লাভলি অত্যন্ত স্নেহের ৷ গরমে যাতে বেশী ঘোরাঘুরি না করে তার পরামর্শ দেন ৷ যে কোনও সমস্যায় তাকে দিদির মত পাশে পাওয়া যাবে বলে জানান তিনি ৷ এর আগেও বিভিন্ন কাজে সোনারপুর এসেছেন তিনি ৷ স্বাধীনতা দিবস থেকে আরম্ভ করে বৃক্ষরোপন উৎসবেও এসেছেন তিনি ৷ দলীয় কর্মীদের সঙ্গে তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক ৷ তাই তাদের সঙ্গে কাজ করতে তার কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি ৷ জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন তার থেকেও দলের শীর্ষ নেতৃত্ব তার জয়ের ব্যাপারে বেশী আশাবাদী ৷ এদিন রাত পর্যন্ত দলীয় কর্মীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন তিনি ৷

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল