অ্যাপশহর

মথুরাপুরে বিস্ফোরণ হত ২, জখম ১

রবিবার সন্ধেয় মথুরাপুরের লালপুরে বোমাবাজিতে মৃত্যু হল দু’জনের। জখম এক। রবিবার একদল দুষ্কৃতী স্থানীয় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী রমজানকে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

EiSamay.Com 24 Jun 2019, 5:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার সন্ধেয় মথুরাপুরের লালপুরে বোমাবাজিতে মৃত্যু হল দু’জনের। জখম এক। রবিবার একদল দুষ্কৃতী স্থানীয় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী রমজানকে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। বোমাও ছোড়ে। গুলি ও বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায লুটিয়ে পড়েন রমজান। আশঙ্কাজনক অবস্থায় রমজানকে প্রথমে মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় রমজানকে।
EiSamay.Com মথুরাপুরে বিস্ফোরণে মৃত ২
মথুরাপুরে বিস্ফোরণে মৃত ২


ওদিকে বোমবাজির পর দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, এলাকার মানুষ পিছু ধাওয়া করে। পালাতে গিয়ে হাতে থাকা বোমা ফেটে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। রাত পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। সন্ধেবেলায় এমন গোলাগুলি আর বোমাবাজিতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। এর জেরে কিছুক্ষণে জন্য রায়দিঘি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। মন্দিরবাজারের ডিএসপি ও মথুরাপুর থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিশের অনুমান, ব্যবসা সংক্রান্ত বিবাদে র জেরেই এই বোমাবাজি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনা পাঁচেক দুষ্কৃতী ইমারতী দ্রব্যের দোকানে আক্রমণ চালায়। বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ডায়মন্ড হারবার হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে রমজানের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল