অ্যাপশহর

এবার বারাসতে নীল তিমির হানা, শিক্ষকের চেষ্টায় বাঁচল ২ ছাত্রী

ফের রাজ্যে নীল তিমির হানা। এ বার ব্লু হোয়েল আতঙ্ক ছড়াল বারাসতে।

EiSamay.Com 31 Aug 2017, 4:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে নীল তিমির হানা। এ বার ব্লু হোয়েল আতঙ্ক ছড়াল বারাসতে। ২ ছাত্রীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হওয়ায় তড়িঘড়ি ব্যবস্থা নেন স্কুলের প্রধান শিক্ষক।
EiSamay.Com
এবার বারাসতে নীল তিমির হানা, শিক্ষকের চেষ্টায় বাঁচল ২ ছাত্রী


নবম শ্রেণির দুই ছাত্রীর আচরণ কিছুদিন ধরেই অস্বাভাবিক লাগছিল শিক্ষকদের। প্রধান শিক্ষক দেরি না-করে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। এ কথা জানতে পেরে সেই রাতেই ওই ২ ছাত্রীর বাড়িতে পৌঁছে যান সাইবার সেলের অফিসাররা। সেখানেই ২ ছাত্রীকে কাউন্সেলিং করা হয়।

সূত্র বলছে, একজন ছাত্রীর হাতে কাটা দাগ পাওয়া গিয়েছে। সেই ছাত্রী এই ধ্বংসাত্মক খেলার চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মোবাইল থেকে পাওয়া তথ্যে ব্লু হোয়েল খেলার প্রমাণ মিলেছে।

নীল তিমির হানায় উদ্বেগ প্রকাশ করেছে জেলাপ্রশাসন। জেলাশাসক এ বিষয়ে কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে। এ বিষয়ে স্কুলে স্কুলে সচেতনতা শিবির করারও চিন্তাভাবনা করা হচ্ছে।

ব্লু হোয়েল নিয়ে উদ্বেগ ধরা পড়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেও। অবিলম্বে এই গেম বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মোবাইল না ব্যবহার করার উপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী।

#2 girls from Barasat caught playing blue whale. Head master of their school noticed their unnatural behaviour and informed police.

#Education minister Partha Chatterjee said, 'This deadly game must be stopped immediately.'
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল