অ্যাপশহর

বকখালিতে তলিয়ে গেলেন কলকাতার একই পরিবারের ৩ জন

রবিবার সকাল থেকে নিখোঁজদের খোঁজে পুরোদমে তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

EiSamay.Com 24 Jun 2017, 11:29 pm
এই সময়, ডায়মন্ড হারবার: বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ে তলিয়ে গেলে তিন পর্যটক। পুলিশ জানিয়েছে, নিখোঁজ সোমরাজ গুপ্ত (৩৭) মাম্পি ওরফে সামরিনা গুপ্ত (৭) সম্পর্কে বাবা-মেয়ে। এরা কলকাতার কসবার সতীশ মুখার্জি রোডের বাসিন্দা। সোমরাজ নৌসেনার প্রাক্তন চিকিত্সক। নিখোঁজ অন্যজন নন্দিতা ওরফে ঋষিতা প্রামানিক (৩১) কৈখালির বাসিন্দা। ঋষিতা কলকাতা পুলিশের কর্মী।
EiSamay.Com
বকখালিতে তলিয়ে গেলেন কলকাতার একই পরিবারের ৩ জন


শনিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে ফ্রেজারগঞ্জ উপকূল থানার বকখালির হেনরি আইল্যান্ডে। নিখোঁজদের খোঁজে লঞ্চ ও স্পিড বোটে করে সমুদ্রে তল্লাশি অভিযানে নামে পুলিশ। নামখানার হরিপুর ঘোষ খাল থেকে রাত সাড়ে ১০টায় উদ্ধার হয় ঋষিতা প্রামানিকের দেহ। রাতের অন্ধকারে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তল্লাশি অভিযান ব্যাহত হওয়ায় রবিবার সকাল থেকে নিখোঁজদের খোঁজে পুরোদমে তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বকখালিতে স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটলেও হেনরি আইল্যান্ডে আগে কখনও তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। বকখালির তটে পুলিশের নজরদারি থাকলেও হেনরি আইল্যান্ডে পুলিশের কোনও নজরদারি থাকে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই দুর্ঘটনার পরে হেনরি আইল্যান্ডেও পুলিশি নজরদারি রাখার পরিকল্পনা নিয়ে ফ্রেজারগঞ্জ উপকূল থানা।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, এদিন সকাল ৮টা নাগাদ বকখালি আসেন ৬ জনের একটি পর্যটকদল। সকলে স্থানীয় একটি লজে ওঠেন। এই দলে ছিলেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর তন্দ্রিমা গুপ্ত, তাঁর স্বামী সোমরাজ গুপ্ত ও মেয়ে সামরিনা গুপ্ত ও অন্যদিকে সোমরাজের বন্ধু ও তাঁর স্ত্রী ঋষিতা প্রামানিক। দুই পরিবার তাঁদের ছেলেমেয়েদের নিয়ে দুপুরে পাশের হেনরি আইল্যান্ডে বেড়াতে আসেন। হেনরি আইল্যান্ডের ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে দলটি বঙ্গোপসাগরের তটে চলে আসে। তখন সমুদ্রে ভাটা চলছিল৷ ছেলেমেয়েদের ইচ্ছেপূরণ করতে দলের সদস্যরা আচমকা সমুদ্রে স্নান করতে নামে।

সমুদ্রের জলের টান বুঝতে না পেরে ঘূর্ণি পাকের মধ্যে পড়ে যায় সকলে। সমুদ্রের জলের ঘূর্ণি পাক থেকে তিনজন তটে উঠে আসতে পারলেও তিন জন আর উঠে আসতে পারেনি। এলাকা একেবারে নির্জন থাকায় তটে উঠে আসা তিন পর্যটকের চিত্কার শুনতে পাননি অন্যান্য পর্যটকেরাও। পরে বিপদগ্রস্থ তিন পর্যটকের কাছ থেকে ঘটনার কথা জানতে পারে হেনরি আইল্যান্ড কর্তৃপক্ষ। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল